আরও পড়ুন: প্রেমের দেবতা কি প্রসন্ন হবেন? ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কেমন কাটতে চলেছে নভেম্বর মাস?
PM KISAN যোজনায় নয়া রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ড নম্বর (Ration Card Mandatory) দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ৷ রেজিস্ট্রেশন করানোর জন্য কেবল সফ্টকপি (PDF) বানিয়ে পোর্টালে আপলোড করতে হবে ৷
৪০০০ টাকার হবে লাভ
এখনও পর্যন্ত পিএম কিষান যোজনায় নিজের নাম নথিভুক্ত না করে থাকলে আপনার কাছে ৩১ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে ৷ ৩১ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করালে দুটি কিস্তির টাকা পরপর (৪০০০ টাকা) পেয়ে যাবেন কৃষকরা ৷ আপনার আবেদন গ্রহণ করা হলে নভেম্বর মাসের কিস্তির টাকা ২০০০ এবং ডিসেম্বরে দশম কিস্তির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷
advertisement
আরও পড়ুন: New Business Idea: ফ্রিতে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন বিপুল টাকা!
কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে দশম কিস্তির টাকা
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দশম কিস্তির টাকা ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অ্যাকাউন্টে ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে ৷ সূত্রের খবর এবারের কিস্তিতে ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা ট্রান্সফার করা হতে পারে ৷ তবে এখনও মোদি সরকারের তরফে এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এই সুবিধা নেওয়ার জন্য পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন (PM KISAN Registration) করানো বাধ্যতামূলক ৷
আরও পড়ুন: Aadhaar কার্ডে কীভাবে সহজেই আপডেট করবেন ঠিকানা, দেখে নিন পুরো পদ্ধতি
বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
- অ্যাপ ওপেন করে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
- এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
- জিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড দিতে হবে
- ফর্ম ফিলআপের পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ এরপরই পিএম কিষান মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে
- কোনও রকমের প্রশ্ন থাকলে পিএম কিষান হেল্পলাইন নম্বর 155261 / 011-24300606 ব্যবহার করতে পারবেন
রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
চাষের জমির কাগজ, আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানার প্রমান পত্র এবং পাসপোর্ট সাইজ ছবি ৷
