TRENDING:

New Business Ideas: বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন গৃহবধূ 

Last Updated:

New Business Ideas: বর্তমান দিনের সোনা, রুপোর গয়না ছেড়ে চাহিদা বেড়েছে হ্যান্ডমেড নানা জুয়েলারির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই শখ বিভিন্ন হাতের কাজের। কখনও উলের নানা জিনিস তৈরি, কখনও আবার বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করছেন হার, কানের দুল, চুড়ি, এমনকি মেয়েদের সাজসজ্জার নানা জিনিস। বাড়িতে থেকে সময় নষ্ট না করে হাতের নানান জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এক গৃহবধূ। বর্তমান দিনে মেয়েদের সাজসজ্জার একাধিক জিনিস বাজারে বিক্রি হচ্ছে ভালো দামে। বর্তমান দিনের সোনা, রুপোর গয়না ছেড়ে চাহিদা বেড়েছে হ্যান্ডমেড নানা জুয়েলারির। অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা এমব্রডারি নানান গয়না বানিয়ে সামাজিক মাধ্যম এমনকি বাড়ি থেকে বিক্রি করে মাসিক বেশ আয়ের দিশা দেখাচ্ছেন ৷
advertisement

আরও পড়ুন: স্বল্প খরচে নিজের বাড়িতে রাবার উৎপাদন করে বিপুল টাকা লাভ ! 

বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। সংসার সামলে তিনি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে মাসে বেশ আয় করছেন।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকার এক গৃহবধূ। সামান্য জিনিস দিয়ে তৈরি করছেন সুন্দর সুন্দর গয়না।বালিচক এলাকার গৃহবধূ রিনা ঘোড়াই ঘোষ। তিনি স্নাতক পাস করবার পর শিক্ষক শিক্ষণের প্রশিক্ষণ নিয়েছেন। তবে বর্তমানে যৌথ পরিবারে সংসার সামলানোর পাশাপাশি তিনি অর্থ রোজগার এবং স্বনির্ভরতার জন্য সাংসারিক কাজের অবসরে বানাচ্ছেন নানান গয়না। প্রাথমিকভাবে তিনি বানাচ্ছেন অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি। বাজারে বেশ চাহিদা রয়েছে এগুলোর। দামও সাধ্যের মধ্যে।

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে মাসে ১২০০০ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যেতে পারে? দেখুন হিসেব

প্রসঙ্গত গ্রামীণ এলাকায় জাঙ্ক জুয়েলারির চাহিদা যেমন বাড়ছে তেমনি স্বল্প দামে বিকচ্ছে এগুলো। সংসার, রান্না, পরিবার সামলে তিনি অবসরে করেন এই জাঙ্ক জুয়েলারি তৈরির কাজ। ৪০ থেকে ৪০০ কিংবা ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গয়নাগুলো।

advertisement

স্বাভাবিকভাবে বর্তমান দিনে চাকরির পিছনে না ছুটে বাড়িতে হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন স্নাতক পাস এই গৃহবধূ। আগামীতে বৃহৎ আকারে এই ব্যবসার বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে তার। গৃহবধুর এই উদ্যোগ এবং স্বনির্ভরতার ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন গৃহবধূ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল