আরও পড়ুন: স্বল্প খরচে নিজের বাড়িতে রাবার উৎপাদন করে বিপুল টাকা লাভ !
বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। সংসার সামলে তিনি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে মাসে বেশ আয় করছেন।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকার এক গৃহবধূ। সামান্য জিনিস দিয়ে তৈরি করছেন সুন্দর সুন্দর গয়না।বালিচক এলাকার গৃহবধূ রিনা ঘোড়াই ঘোষ। তিনি স্নাতক পাস করবার পর শিক্ষক শিক্ষণের প্রশিক্ষণ নিয়েছেন। তবে বর্তমানে যৌথ পরিবারে সংসার সামলানোর পাশাপাশি তিনি অর্থ রোজগার এবং স্বনির্ভরতার জন্য সাংসারিক কাজের অবসরে বানাচ্ছেন নানান গয়না। প্রাথমিকভাবে তিনি বানাচ্ছেন অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি। বাজারে বেশ চাহিদা রয়েছে এগুলোর। দামও সাধ্যের মধ্যে।
advertisement
প্রসঙ্গত গ্রামীণ এলাকায় জাঙ্ক জুয়েলারির চাহিদা যেমন বাড়ছে তেমনি স্বল্প দামে বিকচ্ছে এগুলো। সংসার, রান্না, পরিবার সামলে তিনি অবসরে করেন এই জাঙ্ক জুয়েলারি তৈরির কাজ। ৪০ থেকে ৪০০ কিংবা ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গয়নাগুলো।
স্বাভাবিকভাবে বর্তমান দিনে চাকরির পিছনে না ছুটে বাড়িতে হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন স্নাতক পাস এই গৃহবধূ। আগামীতে বৃহৎ আকারে এই ব্যবসার বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে তার। গৃহবধুর এই উদ্যোগ এবং স্বনির্ভরতার ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ





