Money Making Tips: স্বল্প খরচে নিজের বাড়িতে রাবার উৎপাদন করে বিপুল টাকা লাভ !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Money Making Tips: নিজের বাড়িতে খুব কম খরচে রাবার উৎপাদন করে বিপুল আয় করছেন অনেকেই। কীভাবে শুরু করবেন এই ব্যবসা, কী লাগবে এবং কতটা লাভ সম্ভব ?
আলিপুরদুয়ার: নিজের বাড়িতে রাবার উৎপাদন করে আয়ের মুখ দেখছে রণজিৎ টুডু। তার বাড়ির পাশের জমিতে রাবার গাছের চাষ করেন তিনি। সেখান থেকেই সংগ্রহ করেন রাবার।
বর্তমানে প্রায় ২০ বিঘা জমিতে রাবার চাষ করে লাভের মুখ দেখছেন কালচিনি ব্লকের সাতালি নাকাডালার এই কৃষক।আর তার উৎপাদিত এই রাবার যাচ্ছে প্রতিবেশী রাজ্য অসমে। দু মাস পরপর উৎপাদিত রাবার তিনি পাঠান সেখানে। সাতালি নাকাডালার বাসিন্দা রণজিৎ টুডু প্রায় এক দশক আগে বিকল্প আয়ের খোঁজে পারি দিয়েছিলেন দক্ষিণ ভারতে। সেখানে এক রাবারের কারখানায় কাজ করতেন তিনি। রাবারের তৈরি টায়ার, টিউব সহ অন্যান্য সামগ্রী তৈরি করতেন।
advertisement
advertisement
এরপরই সেখানে জানতে পারেন রাবার চাষের সম্পর্কে।তারপরবাড়িতে ফিরে ২০১৩ সালে পরে থাকা প্রায় ২০ বিঘার কাছাকাছি জমিতে লাগিয়ে ফেলেন প্রায় এক হাজার দুশোটি রাবার কাজ।যদিও তার মধ্যে প্রায় অর্ধেক গাছই ঝড়, বৃষ্টি সহ নানান কারণে নষ্ট হয়ে গিয়েছে। তবে দীর্ঘ অপেক্ষা ও পরিশ্রমের পর করোনা কালের পর থেকেই জমিতে রোপন করা গাছ গুলো থেকে রাবার মিলতে শুরু কড়েছেন। বর্তমানে রণজিতের জমিতে রয়েছে সাতশোটি রাবার গাছ। আর সেই গাছেই নানান ছিদ্র করে রাবার উৎপাদন করে চলেছেন রণজিৎ টুডু।
advertisement
তার কথায়, “বর্ষা কাল বাদে বছরের প্রায় আট মাস এই গাছগুলো থেকে রাবার পাওয়া যায়। বিশেষে করে অন্যান্য মাসে ২০০ কেজি রাবার উৎপাদন হলেও, অক্টোবর ও নভেম্বর মাসে আবহাওয়া ভাল থাকায় সেটা দ্বিগুন প্রায় ৪০০ কেজি হয়ে যায়।”
advertisement
গাছ থেকে পাওয়া তরল রস পাত্রে সংরক্ষিত করে একদিন রেখে দেন তিনি।কোনও সময় দুদিন রাখা হয়। এরপর রস ঘন হয়ে এলে সেটিকে আখের রসের মেশিনে দিয়ে একটি আকার দিয়ে রেখে দেওয়া হয়।এ বিষয়ে রণজিৎ টুডু জানান, দুমাস অন্তর অন্তর অসমের রাবার কারখানা থেকে লোক এসে এই রাবার নিয়ে যায়। ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় রাবার।ফলে অনেকটাই লাভজনক এই চাষ।
advertisement
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 8:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: স্বল্প খরচে নিজের বাড়িতে রাবার উৎপাদন করে বিপুল টাকা লাভ !






