টাকার পতনের মাঝেও কিছুটা চাঙ্গা হল ভারতীয় মুদ্রা! ডলারের তুলনায় কত দাঁড়াল টাকার দাম?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এর আগে গত ১৬ ডিসেম্বর টাকা সর্বনিম্নে নেমেছিল। সেই সময় ভারতীয় মুদ্রার ডলারের প্রেক্ষিতে মূল্য ছিল ৯১.০৩২৫।
advertisement
1/6

ভারতীয় মুদ্রার পতন বুধবারে কিছুটা হলেও চাঙ্গা হল। মার্কিন ডলারের তুলনায় ৯১.০৮- নেমে এসেছিল। বুধবার তা কমে ৯০.১৫-তে দাঁড়িয়েছে। ফলে বাজার হিসাবে কিছুটা চাঙ্গা হয়েছে ভারতীয় মুদ্রা।
advertisement
2/6
জানা গিয়েছে, গতকালের তুলনায় ০.০৫%-এর থেকে কমেছে ।বুধবার সকালে টাকার মূল্য দাঁড়ায় ৯০.১৫-তে, ফলে কিছুটা হলেও চাঙ্গা হয়েছে টাকা। সিসিআইএলের তথ্যে এমনই চিত্র ফুটে উঠেছে।
advertisement
3/6
এই প্রসঙ্গে, সিআর ফরেক্সের ম্যানজিং ডিরেক্টর এবং অ্যাডভাইসর অমিত পার্বতী বলেন, "গোটা বিশ্বজুড়েই বাণিজ্যে অনিশ্চিত অস্থিরতার ফলে বিদেশি বিনিয়োগ কমে এসেছে। ফলে ভারতীয় মুদ্রার উপর চাপ পড়েছে।"
advertisement
4/6
শুধু টাকাই নয় অমিত জানান, ডলার মুদ্রার উপরেও একইভাবে কিছুটা হলেও চাপ পড়েছে। ফলে বাণিজ্যিক অস্থিরতা এবং বাণিজ্যে বিনিয়োগ হলে বাজার ফের চাঙ্গা হতে পারে।
advertisement
5/6
এর ফলে গোটা এশিয়ার মধ্যে ভারতীয় টাকার মূল্যই সবথেকে কমেছে। এই গোটা বছরে ৫.৯৭% হারে কমেছে মুদ্রার মূল্য। ইন্দোনেশিয়ার 'রুপিয়াহ' কমেছে ৩.৫৩%, ফিলিপিনের 'পেসো' ১.৩৭% কমেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া 'য়োন' ০.১৩% এবং হংকং-য়ের ডলারও একইহারে কমেছে।
advertisement
6/6
এর আগে গত ১৬ ডিসেম্বর টাকা সর্বনিম্নে নেমেছিল। সেই সময় ভারতীয় মুদ্রার ডলারের প্রেক্ষিতে মূল্য ছিল ৯১.০৩২৫।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকার পতনের মাঝেও কিছুটা চাঙ্গা হল ভারতীয় মুদ্রা! ডলারের তুলনায় কত দাঁড়াল টাকার দাম?