এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সহায়তা করা এবং রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি করা। এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে ঋণ গ্রহীতাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ১৮-৫৫ বছর বয়সী হতে হবে।
advertisement
আরও পড়ুন: মাত্র ২ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা! প্রতি মাসে হাতে আসবে মোটা টাকা
শিক্ষাগত যোগ্যতা বা বার্ষিক আয়ের কোনও সীমাবদ্ধতা নেই। একটি পরিবার থেকে একজন আবেদন করতে পারবেন। এ বিষয়ে জলপাইগুড়ি মিউনিসিপালিটির কর্মকর্তা জানান, ব্যবসা শুরুর জন্য রিং দিতে চাইলে সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মধ্য দিয়ে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জামানত-মুক্ত ঋণ দেওয়া হবে।
সরকার তাঁদের হয়ে গ্যারান্টারের ভূমিকায় থাকবে। ২৫ হাজার টাকার সিড মানিও (ব্যবসা শুরুর পুঁজি) দিয়ে দেবে রাজ্য। মূলত, উৎপাদন, পরিষেবা, ট্রেডিং, এবং খামার সেক্টর (যেমন মৎস্য, হাঁস-মুরগি পালন)। এবার মূল প্রশ্ন আবেদন কিভাবে কোথায় করা যাবে , কি কি নথি প্রয়োজন এবং কতদিন সময় লাগবে প্রসেসিংয়ে ৷
আরও পড়ুন: সোনার গয়না কেনাকাটায় নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র, কী কী পরিবর্তন হতে পারে জেনে রাখুন
শহরাঞ্চলের বাসিন্দা হলে মিউনিসিপালিটি এবং পঞ্চায়েত বাসিন্দা হলে বিডিও অফিসে গিয়ে অফলাইনে আবেদন পত্র জমা করা যেতে পারে। এছাড়াও অনলাইনেও সুবিধা রয়েছে। নথি হিসেবে প্রয়োজন আধারকার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এক কপি ছবি, উদ্যম রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স। পরবর্তীতে সরকারি আধিকারিকদের সাহায্য এবং নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র জমা দিলেই দ্রুত আধিকারিকদের তরফ থেকে পরিদর্শন করে গেলেই এই ঋণ পাওয়া যায়।
সুরজিৎ দে