Gold Purchase Rule: সোনার গয়না কেনাকাটায় নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র, কী কী পরিবর্তন হতে পারে জেনে রাখুন

Last Updated:
Gold Purchase Rule: সোনার গয়না কেনাকাটার সময় গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে কোয়ালিটি মার্ক প্রয়োজন। এমনটাই মনে করছে কেন্দ্র সরকার।
1/8
সারা দেশে গোল্ড বুলিয়ন হলমার্কিং বাধ্যতামুলক করার কথা ভাবছে কেন্দ্র সরকার। এমনটাই জানালেন ভোক্তা বিষয়ক সচিব নিধি খেরে। এর ফলে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা, দুইই বাড়বে।
সারা দেশে গোল্ড বুলিয়ন হলমার্কিং বাধ্যতামুলক করার কথা ভাবছে কেন্দ্র সরকার। এমনটাই জানালেন ভোক্তা বিষয়ক সচিব নিধি খেরে। এর ফলে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা, দুইই বাড়বে।
advertisement
2/8
সোনার গয়না কেনাকাটার সময় গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে কোয়ালিটি মার্ক প্রয়োজন। এমনটাই মনে করছে কেন্দ্র সরকার। তাই এই আয়োজন। ইতিমধ্যে গয়নায় ৬ সংখ্যার HUID নম্বর দেওয়ার প্রথা চালু হয়েছে। এতে বিশ্বাসযোগ্যতা বেড়েছে।
সোনার গয়না কেনাকাটার সময় গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে কোয়ালিটি মার্ক প্রয়োজন। এমনটাই মনে করছে কেন্দ্র সরকার। তাই এই আয়োজন। ইতিমধ্যে গয়নায় ৬ সংখ্যার HUID নম্বর দেওয়ার প্রথা চালু হয়েছে। এতে বিশ্বাসযোগ্যতা বেড়েছে।
advertisement
3/8
আগামী পাঁচ বছরে রত্ন এবং অলঙ্কার রফতানি দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। বাণিজ্য ও শিল্প মন্ত্রক অন্যান্য মন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে রোডম্যাপ তৈরি করছে। এই প্রসঙ্গে বর্তমান এবং সম্ভাব্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাও উল্লেখ করেন তিনি। যা এই খাতে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।
আগামী পাঁচ বছরে রত্ন এবং অলঙ্কার রফতানি দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। বাণিজ্য ও শিল্প মন্ত্রক অন্যান্য মন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে রোডম্যাপ তৈরি করছে। এই প্রসঙ্গে বর্তমান এবং সম্ভাব্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাও উল্লেখ করেন তিনি। যা এই খাতে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।
advertisement
4/8
নিধি খেরে বলেন, ভারতের চিরাচরিত ঐতিহ্যবাহী এবং রত্নখচিত গয়নার বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য প্রতি বছর আন্তর্জাতিক গয়না মেলার আয়োজন করা উচিত। আতে আন্তজার্তিক ক্রেতারা আকৃষ্ট হবেন। ভারতীয় গয়নাও বিশ্বব্যাপী পরিচিতি পাবে।
নিধি খেরে বলেন, ভারতের চিরাচরিত ঐতিহ্যবাহী এবং রত্নখচিত গয়নার বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য প্রতি বছর আন্তর্জাতিক গয়না মেলার আয়োজন করা উচিত। আতে আন্তজার্তিক ক্রেতারা আকৃষ্ট হবেন। ভারতীয় গয়নাও বিশ্বব্যাপী পরিচিতি পাবে।
advertisement
5/8
হলমার্কিংয়ের উপর বিশেষ জোর দিয়েছেন নিধি খেরে। তাঁর মতে, এর ফলে গয়নার ট্রেসেবিলিটি নিশ্চিত করা যাবে। কয়েক দশক পরেও গয়নার গুণমান পরীক্ষা করতে কোনও অসুবিধা হবে না। এর ফলে ভারতীয় গয়না রফতানিও বৃদ্ধি পাবে।
হলমার্কিংয়ের উপর বিশেষ জোর দিয়েছেন নিধি খেরে। তাঁর মতে, এর ফলে গয়নার ট্রেসেবিলিটি নিশ্চিত করা যাবে। কয়েক দশক পরেও গয়নার গুণমান পরীক্ষা করতে কোনও অসুবিধা হবে না। এর ফলে ভারতীয় গয়না রফতানিও বৃদ্ধি পাবে।
advertisement
6/8
“ভারতীয় গয়নার ডিজাইন অন্যান্য দেশের চিরাচরিত গয়নার তুলনায় অনেক ভাল।” নয়া দিল্লির জেমস অ্যান্ড জুয়েলারি কনফারেন্সে এ কথা বলেন নিধি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতীয় হলমার্কের প্রভাব বাড়ানোর উপরেও জোর দিয়েছেন তিনি।
“ভারতীয় গয়নার ডিজাইন অন্যান্য দেশের চিরাচরিত গয়নার তুলনায় অনেক ভাল।” নয়া দিল্লির জেমস অ্যান্ড জুয়েলারি কনফারেন্সে এ কথা বলেন নিধি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতীয় হলমার্কের প্রভাব বাড়ানোর উপরেও জোর দিয়েছেন তিনি।
advertisement
7/8
এই প্রসঙ্গে একটি উদাহরণ দিয়েছেন নিধি। মূল্যবান রত্নখচিত হ্যান্ডমেড ঘড়ি ভারতের বাজারে বিক্রি হয়। কিন্তু ভারতের হলমার্কযুক্ত গয়নার স্বীকৃতি দিতে তারা অস্বীকার করে। তবে কোন দেশ এমন করেছে তা জানাননি নিধি। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে এনআরআই-রা হলমার্কযুক্ত ভারতীয় গয়নার জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন।
এই প্রসঙ্গে একটি উদাহরণ দিয়েছেন নিধি। মূল্যবান রত্নখচিত হ্যান্ডমেড ঘড়ি ভারতের বাজারে বিক্রি হয়। কিন্তু ভারতের হলমার্কযুক্ত গয়নার স্বীকৃতি দিতে তারা অস্বীকার করে। তবে কোন দেশ এমন করেছে তা জানাননি নিধি। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে এনআরআই-রা হলমার্কযুক্ত ভারতীয় গয়নার জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন।
advertisement
8/8
প্রাকৃতিক হীরের নামে ল্যাবে তৈরি হীরে বিক্রি আটকানোর কথাও বলেছেন তিনি। নিধি জানিয়েছেন্ম গ্রাহকের নিরাপত্তার জন্য শীঘ্রই ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, পেস্কি কলস বন্ধ করতেও গাইডলাইন তৈরি করছে উপভোক্তা বিষয়ক বিভাগ। উল্লেখ্য, যে সব টেলিমার্কেটিং কল গ্রাহকের সম্মতি ছাড়াই আসে বা স্প্যাম কলকেই পেস্কি কল বলা হয়। টেলিকম বিভাগ ইতিমধ্যে এই ধরণের কল আটকাতে নিয়ম তৈরি করেছে।
প্রাকৃতিক হীরের নামে ল্যাবে তৈরি হীরে বিক্রি আটকানোর কথাও বলেছেন তিনি। নিধি জানিয়েছেন্ম গ্রাহকের নিরাপত্তার জন্য শীঘ্রই ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, পেস্কি কলস বন্ধ করতেও গাইডলাইন তৈরি করছে উপভোক্তা বিষয়ক বিভাগ। উল্লেখ্য, যে সব টেলিমার্কেটিং কল গ্রাহকের সম্মতি ছাড়াই আসে বা স্প্যাম কলকেই পেস্কি কল বলা হয়। টেলিকম বিভাগ ইতিমধ্যে এই ধরণের কল আটকাতে নিয়ম তৈরি করেছে।
advertisement
advertisement
advertisement