Gold Purchase Rule: সোনার গয়না কেনাকাটায় নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র, কী কী পরিবর্তন হতে পারে জেনে রাখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Purchase Rule: সোনার গয়না কেনাকাটার সময় গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে কোয়ালিটি মার্ক প্রয়োজন। এমনটাই মনে করছে কেন্দ্র সরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই প্রসঙ্গে একটি উদাহরণ দিয়েছেন নিধি। মূল্যবান রত্নখচিত হ্যান্ডমেড ঘড়ি ভারতের বাজারে বিক্রি হয়। কিন্তু ভারতের হলমার্কযুক্ত গয়নার স্বীকৃতি দিতে তারা অস্বীকার করে। তবে কোন দেশ এমন করেছে তা জানাননি নিধি। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে এনআরআই-রা হলমার্কযুক্ত ভারতীয় গয়নার জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন।
advertisement
প্রাকৃতিক হীরের নামে ল্যাবে তৈরি হীরে বিক্রি আটকানোর কথাও বলেছেন তিনি। নিধি জানিয়েছেন্ম গ্রাহকের নিরাপত্তার জন্য শীঘ্রই ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, পেস্কি কলস বন্ধ করতেও গাইডলাইন তৈরি করছে উপভোক্তা বিষয়ক বিভাগ। উল্লেখ্য, যে সব টেলিমার্কেটিং কল গ্রাহকের সম্মতি ছাড়াই আসে বা স্প্যাম কলকেই পেস্কি কল বলা হয়। টেলিকম বিভাগ ইতিমধ্যে এই ধরণের কল আটকাতে নিয়ম তৈরি করেছে।