আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নিজের অষ্টম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য কী কী ঘোষণা করা হচ্ছে, সেই বিষয়ে জানতে মুখিয়ে রয়েছেন জনসাধারণ। কেন্দ্রীয় বাজেট ২০২৪-এ তিনি কর্মসংস্থান, স্কিলিং এমএসএমই এবং পরবর্তী ৫ বছরের জন্য মধ্যবিত্তদের উপর সরকারের মনোনিবেশ করার বিষয়ে জোর দিয়েছিলেন। কর্মসংস্থান এবং স্কিলিং মোদি সরকারের দ্বিতীয় অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে এ-ও জানিয়েছিলেন যে, শিক্ষা, কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্টের খাতে ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে।
advertisement
কেন্দ্রীয় বাজেট ২০২৫ | Union Budget 2025 Live Updates
শিক্ষাক্ষেত্রের জন্য কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর মূল প্রত্যাশা:
শিক্ষায় এআই ইন্টিগ্রেশন:
এআই ইকোসিস্টেমকে মজবুত করতে ইন্ডিয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এ বিনিয়োগ করার উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের মার্চ মাসে ১০৩৭১.৯২ কোটি টাকা অনুমোদন করেছেন। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে মেকিং এআই ইন ইন্ডিয়া এবং মেকিং এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া বাস্তবায়িত করবে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ডিভিশন (আইবিডি)। মূল উপাদানগুলির মধ্যে অন্যতম হল এআই কম্পিউট ক্যাপাসিটি, এআই ইনোভেশন সেন্টার, এআই ডেটাসেটস প্ল্যাটফর্ম, এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এআই ফিউচার স্কিলস, এআই স্টার্টআপ ফিনান্সিং এবং সেফ অ্যান্ড ট্রাস্টেড এআই। এআই ইন্টিগ্রেশনকে শিক্ষায় রূপান্তরিত করবে বলে প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ।
GeniusMentor-এর প্রতিষ্ঠাতা এবং সিইও মৃদু আন্দোত্রা তুলে ধরেছেন যে, ভারতের তরুণ সম্প্রদায়ের ক্ষমতায়ন করতে এবং দেশকে সারা বিশ্বের সামনে এআই লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে স্কুল ও কলেজে এআই-এর জন্য একটি ডেডিকেটেড বাজেট বরাদ্দ করা প্রয়োজন।
উদ্ভাবন এবং শিক্ষকদের প্রশিক্ষণে বিনিয়োগ:
স্কুলগুলির আধুনিকীকরণের জন্য উদ্ভাবনের পিছনে বিনিয়োগ করতে হবে। এমন প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেছেন এনজিও দ্য সার্কেল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সন্দীপ রাই। শুধু তা-ই নয়, টিচার ট্রেনিং এবং লিডারশিপ ডেভেলপমেন্টের গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। অর্থবহ পরিবর্তন আনার জন্য প্রশিক্ষকদের প্রস্তুত করার খাতে বিনিয়োগ করার জন্য সরকারকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আর্জি জানিয়েছে।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য জিএসটি ছাড় এবং সাশ্রয়ী শিক্ষা:
শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহজলভ্যতা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষাগত ক্ষেত্রে ১০০ শতাংশ জিএসটি ছাড়ের বিষয়টা তুলে ধরেছেন PhysicsWallah-র সহ-প্রতিষ্ঠাতা প্রতীক মহেশ্বরী। সেই সঙ্গে দারিদ্র্যসীমার নীচে থাকা এবং নিম্ন আয়গোষ্ঠী পরিবারগুলি থেকে আসা পড়ুয়াদের জন্য পরীক্ষা-প্রস্তুতির পাঠ্যক্রম এবং জব-ওরিয়েন্টেড স্কিল প্রোগ্রাম আনার বিষয়েও জোর দিয়েছেন তিনি।
আরও পড়ুন: কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে? কমবে কোনগুলো? বাজেটের আগে সামনে এল ট্রেন্ড, রইল সম্পূর্ণ তালিকা
স্টার্ট-আপ এবং স্কিল ডেভেলপমেন্ট:
২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে স্টার্ট-আপ এবং স্কিল ডেভেলপমেন্ট উন্নত করার জন্য একাধিক উদ্যোগ আনা হয়েছিল। এর মধ্যে অন্যতম হল:
১. হাব ও স্পোক মডেলের আওতায় ১০০০ আইটিআই আপগ্রেড।
২. ইন্ডাস্ট্রি স্কিল প্রয়োজনীয়তার সঙ্গে কোর্স কন্টেন্টের সামঞ্জস্য।
৩. প্রধানমন্ত্রীর স্কিলিং প্যাকেজ অধীনে কেন্দ্রীয় স্পনসর্ড স্কিম লঞ্চ।
৪. পাঁচ বছরেরও বেশি সময় ধরে ২০ লক্ষ ছাত্রছাত্রীকে দক্ষ করার জন্য রাজ্য সরকার এবং ইন্ডাস্ট্রির কোল্যাবোরেশন।
ডিজিটাল গ্যাপ এবং স্কিল ডেভেলপমেন্ট:
ডিজিটাল পরিকাঠামো এবং স্কিল উদ্যোগকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরলেন Shaalaa.com-এর অ্যান্টনি ফার্নান্ডেজ। সেই সঙ্গে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার ফাঁক পূরণ করার জন্য ভোকেশনাল ট্রেনিং প্ল্যাটফর্মের গুরুত্বের উপরেও জোর করেছেন তিনি।