আরও পড়ুন: ১ হাজার টাকা দিয়ে জিতে নিলেন ৩৫ কোটির বাংলো, এক লটারিতে বদলে গেল দম্পতির ভাগ্য
রেনল্ট কেউইড-Renault KWID- দেখতে ছোট এসইউভি-র মতো এই হ্যাচব্যাক গাড়ি বেশ চর্চায় রয়েছে ৷ কম প্রাইস রেঞ্জের জেরে এই গাড়ির মারুতির অল্টো, এক্সপ্রেসো ও Datsun-এর রেডি এর মতো গাড়ির সঙ্গে কড়া প্রতিযোগিতা রয়েছে বাজারে ৷ ARAI অনুযায়ী, এই গাড়ি ম্যানুয়াল ট্রান্সমিশন ভেরিয়েন্ট 22.3kmpl এর মাইলেজ দিয়ে থাকে ৷ ১ লিটার তেলে এটি ২২ কিলোমিটার পথ যায়।
advertisement
মারুতি সুইফট (Maruti Swift)
বর্তমানে এটা দেশের বেস্ট সেলার গাড়ি ৷ সম্প্রতি সংস্থার তরফে এই গাড়ির নয়া ফেসলিফ্ট মডেল লঞ্চ করা হয়েছে যেখানে ইঞ্জিনে বদল করা হয়েছে ৷ এর জেরে গাড়ির মাইলেজ বেড়ে গিয়েছে ৷ এই গাড়িতে ম্যানুয়াল ভেরিয়েন্ট 23.20 KMPL ও অটোমেটিক ভেরিয়েন্ট 23.76 KMPL মাইলেজ দিয়ে থাকে ৷
আরও পড়ুন: Alert! সরকারি চাকরি দেওয়ার নামে চলছে বড়সড় প্রতারণা, সতর্ক করল NRA
টাটা টিয়াগো (TATA Tiago)
টাটার এই গাড়িকে সেফেস্ট হ্যাচব্যাক গাড়ি মনে করা হয় ৷ দেশের বাজারে এই গাড়িকে জোর টক্কর দিয়ে থাকে মারুতি সুজুকি সেলেরিয়ো ও Wagon R ৷ ARAI অনুযায়ী, টাটা টিয়াগোর AMT ট্রান্সমিশন ভেরিয়েন্ট 23.84kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
টয়োটা গ্ল্যাঞ্জা (Toyota Glanza)
টয়োটার এই গাড়িটি Hyundai i20 ও Tata Altroz এর মতো গাড়িকে ভালো টক্কর দিয়ে থাকে ৷ সংস্থার এই মাইল্ড হাইব্রিড টেকনোলজির সঙ্গে বাজারে এসেছিল ৷ এই গাড়ি 23.87kmpl পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে ৷
আরও পড়ুন: মাত্র ৩০০ টাকা মাসে বিনিয়োগ করে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকার মোটা ফান্ড!
মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)
এটা মারুতির কমপ্যাক্ট সেডান গাড়ি ৷ সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়ির লিস্টে এই গাড়ি সামিল রয়েছে ৷ ARAI অনুযায়ী, ডিজাইয়রের AMT ট্রান্সমিশন ভেরিয়েন্ট 24.12kmpl মাইলেজ দিয়ে থাকে ৷