আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার আগে সোনার দামে বড় পতন, আজ আপনার শহরে ১০ গ্রামের দাম কত....
এর মাধ্যমে ইউপিআই ফ্রড থেকে বাঁচতে পারবেন-
--অচেনা মোবাইল নম্বর ও ইউজার থেকে সাবধান থাকতে হবে
-- ইউপিআই-এর মাধ্যমে টাকা পাওয়ার জন্য কখনও ইউপিআই পিন দেবেন না
-- অচেনা পেমেন্ট রিকোয়েস্ট স্বীকার করবেন না
advertisement
-- ফেক ইউপিআই অ্যাপ থেকে সাবধান থাকুন
-- ভুলেও কখনও নিজের ৪ বা ৬ অঙ্কের ইউপিআই পিন কখনই অপরিচিতদের সাথে শেয়ার করবেন না
কী এই ইউপিআই:
ইউপিআই একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম ৷ এর মাধ্যমে এক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সুবিধা দিয়ে থাকে ৷ ইউপিআই-এর মাধ্যমে দিনের যে কোনও সময় টাকা ট্রান্সফার করা যেতে পারে ৷
আরও পড়ুন: গ্যাসের দাম থেকে UPI পেমেন্ট, চলতি মাসে হওয়া ৪টি বড় বদল....
কী ভাবে কাজ করে ইউপিআই সিস্টেম-
এই সুবিধা পাওয়ার জন্য মোবাইলে পেটিএম, ফোনপে, গুগল পে, ভীম ইত্যাদি একাধিক ইউপিআই অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইউপিআই অ্যাপ লিঙ্ক করে এই সিস্টেম ব্যবহার করতে পারবেন ৷ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক ইউপিআই লিঙ্ক করতে পারবেন ৷
আরও পড়ুন: রোজ ৫০ টাকা দিন! ৫, ১৫, ২৫ বছর পর কয়েক লাখ টাকা ফেরত পাবেন, দেখুন হিসেব!
এপ্রিলে ভেঙে গেল সমস্ত ইউপিআই লেনদেনের রেকর্ড, ট্রানজাকশন হয়েছে ৫.৫৮ কোটির
ইউপিআই ট্রানজাকশনে নতুন রেকর্ড করল দেশ ৷ এপ্রিল ২০২২-এ ইউপিআই-এর মাধ্যমে ৫.৫৮ কোটি ট্রানজাকশন হয়েছে যার টোটাল ভ্যালু ৯.৮৩ লাখ কোটি টাকা ৷ গত বছর এপ্রিল মাসে ইউপিআই-এর মাধ্যমে ২৬৪ কোটি ইউপিআই লেনদেন হয়েছিল, যার টোটাল ভ্যালু ৪.৯৩ লাখ কোটি টাকা ছিল ৷