গ্যাসের দাম থেকে UPI পেমেন্ট, চলতি মাসে হওয়া ৪টি বড় বদল....

Last Updated:

মে মাসের শুরুতে লাগাতার ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া চলতি মাসে ব্যাঙ্কের ১৩ দিন ছুটি রয়েছে ৷

#নয়াদিল্লি: প্রতি মাসের মতো মে মাসেও একাধিক বড় বদল হতে চলেছে যার প্রভাব সরাসরি আম জনতার পকেটে পড়তে চলেছে ৷ গ্যাসের দাম, ব্যাঙ্কের ছুটি ইত্যাদি এর মধ্যে সামিল রয়েছে ৷ আপনার জন্যেও এই বদল সম্বন্ধে জেনে রাখা বেশ জরুরি না হলে পড়তে হতে পারে সমস্যায় ৷ জেনে নিন ৪টে কী কী বড় বদল করা হয়েছে -
ইউপিআই লিমিট-
১ মে থেকে ইউপিআই পেমেন্টস থেকে বিনিয়োগ করার লিমিট নিয়ে বড় বদল করা হয়েছে ৷ SEBI-র নতুন নিয়ম অনুযায়ী, ১ মে থেকে আপনি কোনও আইপিও-তে ইউপিআই-এর মাধ্যমে ইনভেস্ট করতে চাইলে ৫ লাখ টাকা পর্যন্ত করতে পারবেন ৷ এর আগে এর লিমিট ছিল ২ লক্ষ টাকা ৷ ২০১৮-তে আইপিও-তে বিনিয়োগ করার জন্য ইউপিআই-কে অনুমতি দেওয়া হয়েছিল যা ১ জুলাই ২০১৯ থেকে লাগু করা হয়েছিল ৷ ৪ মে থেকে এলআইসি-র আইপিও আসতে চলেছে ৷ সরকার বিভিন্ন উপায়ে তাতে বিনিয়োগ করার জন্য সাধারণকে উৎসাহিত করার চেষ্টা করছে ৷
advertisement
advertisement
একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-
মে মাসের শুরুতে লাগাতার ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া চলতি মাসে ব্যাঙ্কের ১৩ দিন ছুটি রয়েছে ৷ ১ মে রবিবার এবং মে দিবস, ২ মে পরশুরাম জয়ন্তী এবং ৩মে ইদের জন্য একাধিক শহরে বন্ধ রয়েছে ব্যাঙ্ক ৷
advertisement
দাম বেড়েছে এলপিজি-
তেল সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখ গ্যাসের দামে বদল করে থাকে ৷ গত মাসের ১ তারিখ কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল ৷ চলতি মাসে যা প্রায় ১০০ টাকা বাড়ানো হয়েছিল ৷ তবে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷
advertisement
এখানে লাগবে ট্যাক্স-
খবর অনুযায়ী, লখনউ থেকে গাজিপুর যাওয়ার পথে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে ১ মে থেকে টোল ট্যাক্স নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ এর অনুমতি দিয়ে দিয়েছে ৷ এখানে ৩৪০ কিলোমিটার লম্বা এক্সপ্রেস ওয়ে রয়েছে এবং প্রতি কিলোমিটারের জন্য ২.৪৫ টাকা নেওয়া হবে ৷ এই টোলে শীঘ্রই ফাস্টট্যাগের সুবিধা শুরু করা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্যাসের দাম থেকে UPI পেমেন্ট, চলতি মাসে হওয়া ৪টি বড় বদল....
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement