গ্যাসের দাম থেকে UPI পেমেন্ট, চলতি মাসে হওয়া ৪টি বড় বদল....

Last Updated:

মে মাসের শুরুতে লাগাতার ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া চলতি মাসে ব্যাঙ্কের ১৩ দিন ছুটি রয়েছে ৷

#নয়াদিল্লি: প্রতি মাসের মতো মে মাসেও একাধিক বড় বদল হতে চলেছে যার প্রভাব সরাসরি আম জনতার পকেটে পড়তে চলেছে ৷ গ্যাসের দাম, ব্যাঙ্কের ছুটি ইত্যাদি এর মধ্যে সামিল রয়েছে ৷ আপনার জন্যেও এই বদল সম্বন্ধে জেনে রাখা বেশ জরুরি না হলে পড়তে হতে পারে সমস্যায় ৷ জেনে নিন ৪টে কী কী বড় বদল করা হয়েছে -
ইউপিআই লিমিট-
১ মে থেকে ইউপিআই পেমেন্টস থেকে বিনিয়োগ করার লিমিট নিয়ে বড় বদল করা হয়েছে ৷ SEBI-র নতুন নিয়ম অনুযায়ী, ১ মে থেকে আপনি কোনও আইপিও-তে ইউপিআই-এর মাধ্যমে ইনভেস্ট করতে চাইলে ৫ লাখ টাকা পর্যন্ত করতে পারবেন ৷ এর আগে এর লিমিট ছিল ২ লক্ষ টাকা ৷ ২০১৮-তে আইপিও-তে বিনিয়োগ করার জন্য ইউপিআই-কে অনুমতি দেওয়া হয়েছিল যা ১ জুলাই ২০১৯ থেকে লাগু করা হয়েছিল ৷ ৪ মে থেকে এলআইসি-র আইপিও আসতে চলেছে ৷ সরকার বিভিন্ন উপায়ে তাতে বিনিয়োগ করার জন্য সাধারণকে উৎসাহিত করার চেষ্টা করছে ৷
advertisement
advertisement
একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-
মে মাসের শুরুতে লাগাতার ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া চলতি মাসে ব্যাঙ্কের ১৩ দিন ছুটি রয়েছে ৷ ১ মে রবিবার এবং মে দিবস, ২ মে পরশুরাম জয়ন্তী এবং ৩মে ইদের জন্য একাধিক শহরে বন্ধ রয়েছে ব্যাঙ্ক ৷
advertisement
দাম বেড়েছে এলপিজি-
তেল সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখ গ্যাসের দামে বদল করে থাকে ৷ গত মাসের ১ তারিখ কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল ৷ চলতি মাসে যা প্রায় ১০০ টাকা বাড়ানো হয়েছিল ৷ তবে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷
advertisement
এখানে লাগবে ট্যাক্স-
খবর অনুযায়ী, লখনউ থেকে গাজিপুর যাওয়ার পথে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে ১ মে থেকে টোল ট্যাক্স নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ এর অনুমতি দিয়ে দিয়েছে ৷ এখানে ৩৪০ কিলোমিটার লম্বা এক্সপ্রেস ওয়ে রয়েছে এবং প্রতি কিলোমিটারের জন্য ২.৪৫ টাকা নেওয়া হবে ৷ এই টোলে শীঘ্রই ফাস্টট্যাগের সুবিধা শুরু করা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্যাসের দাম থেকে UPI পেমেন্ট, চলতি মাসে হওয়া ৪টি বড় বদল....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement