Investment and Return: রোজ ৫০ টাকা দিন! ৫, ১৫, ২৫ বছর পর কয়েক লাখ টাকা ফেরত পাবেন, দেখুন হিসেব!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Investment and Return: প্রতিদিন মাত্র ৫০ টাকা বিনিয়োগ। পরিমাণ খুব অল্প। কিন্তু একটা সময়ের পর এটাই লাখ লাখ টাকা রিটার্ন দেবে।
#নয়াদিল্লি: প্রতিদিন মাত্র ৫০ টাকা বিনিয়োগ। পরিমাণ খুব অল্প। কিন্তু একটা সময়ের পর এটাই লাখ লাখ টাকা রিটার্ন দেবে। একমাত্র মিউচুয়াল ফান্ড এসআইপি-র মাধ্যমেই এভাবে ক্ষুদ্র সঞ্চয়কে বড় মূলধনে বদলে ফেলা যায়। আসলে মিউচুয়াল ফান্ডে এমন অনেক স্কিম রয়েছে যেগুলি দীর্ঘ সময় ধরে ১২ শতাংশ হারে বার্ষিক রিটার্ন দিয়েছে। আর এসআইপি-র বিশেষত্ব হল ১০০ টাকা দিয়েও এতে বিনিয়োগ শুরু করা যায়।
ধরা যাক কেউ প্রতিদিন ৫০ টাকা সঞ্চয় করেন। তাহলে সেটা মাসে ১৫০০ টাকা হয়। এখন তিনি কতটা ঝুঁকি নিতে পছন্দ করবেন সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ড বেছে মাসে ১৫০০ টাকার এসআইপি শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদী এসআইপি-তে চক্রবৃদ্ধিহারে সুদের সুবিধা পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন, খুচরো বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী এসআইপি-তে বিনিয়োগই পছন্দ করেন।
advertisement
advertisement
এএমএফআই-এর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে এসআইপি-তে রেকর্ড ১২,৩২৭.৯১ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। অর্থাৎ বাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এসআইপি-র উপর ভরসা রাখছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসআইপি-তে ১১,২৩৭.৭০ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল।
এডেলউইস মিউচুয়াল ফান্ডের প্রধান (বিক্রয়) দীপক জৈন বলছেন, খুচরো বিনিয়োগকারীরা মনে করেন যে পদ্ধতিগত বা শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ দীর্ঘমেয়াদে আরও লাভজনক এবং ঝুঁকিও কম। এই কারণেই তাঁরা নিয়মিত বিনিয়োগের জন্য এসআইপি বেছে নিচ্ছেন। বিনিয়োগকারীদের ফোকাস শুধুমাত্র রিটার্নের উপর নয় বরং ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ রিটার্নের উপর। এর জন্য এসআইপি একটি ভালো বিকল্প’।
advertisement
৫ বছরের এসআইপি-তে রিটার্ন: ধরা যাক কেউ প্রতিদিন ৫০ টাকা সঞ্চয় করেন। তাহলে সেটা মাসে ১৫০০ টাকা হচ্ছে। এখন তিনি যদি প্রতি মাসে ১৫০০ টাকার এসআইপি করেন তাহলে ১২ শতাংশ বার্ষিক রিটার্নে তিনি ৫ বছরে ১.২০ লক্ষ টাকা পাবেন। এতে বিনিয়োগ করতে হবে ৯০ হাজার টাকা, লাভ হবে ৩৩ হাজার টাকা।
advertisement
১৫ বছরের এসআইপি-তে রিটার্ন: এক্ষেত্রে ১৫০০ টাকার মাসিক এসআইপি ১২ শতাংশ বার্ষিক রিটার্নে ১৫ বছরে হবে ৭.৫০ লক্ষ টাকা। এতে বিনিয়োগ হবে ২.৭ লাখ টাকা। কিন্তু লাভ হবে ৪.৯ লাখ টাকা।
২৫ বছরের এসআইপি-তে রিটার্ন: এক্ষেত্রে ১৫০০ টাকার মাসিক এসআইপি ১২ শতাংশ বার্ষিক রিটার্নে ২৫ বছরে ২৮.০৫ লক্ষ টাকার বেশি হবে। এতে বিনিয়োগ করতে হবে ৪.৫ লাখ টাকা। কিন্তু লাভ হবে ২৪ লাখ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2022 11:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment and Return: রোজ ৫০ টাকা দিন! ৫, ১৫, ২৫ বছর পর কয়েক লাখ টাকা ফেরত পাবেন, দেখুন হিসেব!