Investment and Return: রোজ ৫০ টাকা দিন! ৫, ১৫, ২৫ বছর পর কয়েক লাখ টাকা ফেরত পাবেন, দেখুন হিসেব!

Last Updated:

Investment and Return: প্রতিদিন মাত্র ৫০ টাকা বিনিয়োগ। পরিমাণ খুব অল্প। কিন্তু একটা সময়ের পর এটাই লাখ লাখ টাকা রিটার্ন দেবে।

EPF 
PF Account 
PF Account Balance
EPF PF Account PF Account Balance
#নয়াদিল্লি: প্রতিদিন মাত্র ৫০ টাকা বিনিয়োগ। পরিমাণ খুব অল্প। কিন্তু একটা সময়ের পর এটাই লাখ লাখ টাকা রিটার্ন দেবে। একমাত্র মিউচুয়াল ফান্ড এসআইপি-র মাধ্যমেই এভাবে ক্ষুদ্র সঞ্চয়কে বড় মূলধনে বদলে ফেলা যায়। আসলে মিউচুয়াল ফান্ডে এমন অনেক স্কিম রয়েছে যেগুলি দীর্ঘ সময় ধরে ১২ শতাংশ হারে বার্ষিক রিটার্ন দিয়েছে। আর এসআইপি-র বিশেষত্ব হল ১০০ টাকা দিয়েও এতে বিনিয়োগ শুরু করা যায়।
ধরা যাক কেউ প্রতিদিন ৫০ টাকা সঞ্চয় করেন। তাহলে সেটা মাসে ১৫০০ টাকা হয়। এখন তিনি কতটা ঝুঁকি নিতে পছন্দ করবেন সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ড বেছে মাসে ১৫০০ টাকার এসআইপি শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদী এসআইপি-তে চক্রবৃদ্ধিহারে সুদের সুবিধা পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন, খুচরো বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী এসআইপি-তে বিনিয়োগই পছন্দ করেন।
advertisement
advertisement
এএমএফআই-এর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে এসআইপি-তে রেকর্ড ১২,৩২৭.৯১ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। অর্থাৎ বাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এসআইপি-র উপর ভরসা রাখছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসআইপি-তে ১১,২৩৭.৭০ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল।
এডেলউইস মিউচুয়াল ফান্ডের প্রধান (বিক্রয়) দীপক জৈন বলছেন, খুচরো বিনিয়োগকারীরা মনে করেন যে পদ্ধতিগত বা শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ দীর্ঘমেয়াদে আরও লাভজনক এবং ঝুঁকিও কম। এই কারণেই তাঁরা নিয়মিত বিনিয়োগের জন্য এসআইপি বেছে নিচ্ছেন। বিনিয়োগকারীদের ফোকাস শুধুমাত্র রিটার্নের উপর নয় বরং ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ রিটার্নের উপর। এর জন্য এসআইপি একটি ভালো বিকল্প’।
advertisement
৫ বছরের এসআইপি-তে রিটার্ন: ধরা যাক কেউ প্রতিদিন ৫০ টাকা সঞ্চয় করেন। তাহলে সেটা মাসে ১৫০০ টাকা হচ্ছে। এখন তিনি যদি প্রতি মাসে ১৫০০ টাকার এসআইপি করেন তাহলে ১২ শতাংশ বার্ষিক রিটার্নে তিনি ৫ বছরে ১.২০ লক্ষ টাকা পাবেন। এতে বিনিয়োগ করতে হবে ৯০ হাজার টাকা, লাভ হবে ৩৩ হাজার টাকা।
advertisement
১৫ বছরের এসআইপি-তে রিটার্ন: এক্ষেত্রে ১৫০০ টাকার মাসিক এসআইপি ১২ শতাংশ বার্ষিক রিটার্নে ১৫ বছরে হবে ৭.৫০ লক্ষ টাকা। এতে বিনিয়োগ হবে ২.৭ লাখ টাকা। কিন্তু লাভ হবে ৪.৯ লাখ টাকা।
২৫ বছরের এসআইপি-তে রিটার্ন: এক্ষেত্রে ১৫০০ টাকার মাসিক এসআইপি ১২ শতাংশ বার্ষিক রিটার্নে ২৫ বছরে ২৮.০৫ লক্ষ টাকার বেশি হবে। এতে বিনিয়োগ করতে হবে ৪.৫ লাখ টাকা। কিন্তু লাভ হবে ২৪ লাখ টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment and Return: রোজ ৫০ টাকা দিন! ৫, ১৫, ২৫ বছর পর কয়েক লাখ টাকা ফেরত পাবেন, দেখুন হিসেব!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement