Mutual Funds: SIP- তে ৩ বছরে ১০ হাজার টাকা হল ৫.১৩ লাখ! কীভাবে? দেখুন বিস্তারিত!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Mutual Funds: এই ধরনের ফান্ড বিনিয়োগকারীদের মূলধনের একটা বড় অংশ লভ্যাংশ প্রদানকারী স্টকগুলোতে ঢালে।
#নয়াদিল্লি: উচ্চ হারে রিটার্নের আশাতেই মিউচুয়াল ফান্ডে টাকা ঢালেন বিনিয়োগকারীরা। কিন্তু সব ফান্ড থেকে মোটা টাকা আয় হয় না। এ জন্য অভিজ্ঞ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইক্যুইটিতে বিনিয়োগ করে মোটা টাকা ঘরে তোলার বন্দোবস্ত করেন। এই সব বিনিয়োগকারীরা তাঁদের টাকা একটি নির্দিষ্ট ধরনের মিউচুয়াল ফান্ডে রাখেন। সেটা হল ভিভিডেন্ট ইয়েল্ড ফান্ড। এই ধরনের ফান্ড উচ্চ লভ্যাংশ প্রদান করে।
ম্যাক্রো ট্রেন্ড সম্পর্কে যে সব বিনিয়োগকারীর যথেষ্ট জ্ঞান রয়েছে এবং অন্যান্য ইক্যুইটি ফান্ডের তুলনায় বেশি ঝুঁকি নিতে পিছপা হন না, এই সব ফান্ড তাঁদের জন্য আদর্শ। এই ধরনের ফান্ডে ঝুঁকি বেশি তাই অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয়। এমনকী যখন বাজার ভালো সেই সময়েও এই ফান্ডগুলোতে ঝুঁকি থাকে।
advertisement
advertisement
ভিভিডেন্ট ইয়েল্ড ফান্ডগুলির মূল বৈশিষ্ট হল, এই ধরনের ফান্ড বিনিয়োগকারীদের মূলধনের একটা বড় অংশ লভ্যাংশ প্রদানকারী স্টকগুলোতে ঢালে। আইডিবিআই ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড - ডায়রেক্ট প্ল্যান-গ্রোথ হল এমনই একটি ডিভিডেন্ড ইয়েল্ড মিউচুয়াল ফান্ড প্ল্যান। এই ফান্ড গত তিন বছরে তার বিনিয়োগকারীদের (একক বিনিয়োগ এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান উভয়ের উপর) ব্যাপক রিটার্ন প্রদান করেছে।
advertisement
আইডিবিআই ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড: গত এক বছরে এসআইপি বিনিয়োগকারীদের ১২.৯০ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। একই সময় মূল রিটার্নের পরিমাণ ছিল ৬.৮৫ শতাংশ। একইভাবে গত দুই বছরে এই স্কিমে বার্ষিক ২৬.৩৫ শতাংশ হারে রিটার্ন মিলেছে। এই সময়ে মূল রিটার্নের পরিমাণ ছিল ২৮.৭০ শতাংশ। গত তিন বছরের পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে, এই স্কিমে এসআইপি বিনিয়োগকারীরা ২৫ শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন। সেখানে মূল রিটার্ন ছিল ৪৩.৯০ শতাংশ।
advertisement
রিটার্ন গণনা: ধরা যাক কেউ এক বছর আগে আইডিবিআই ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি শুরু করেছেন। তাহলে ১২ মাসে তাঁর মোট বিনিয়োগ ১ লাখ ২০ হাজার টাকা। এর সঙ্গে ১২.৯০ শতাংশ সুদ ধরলে তিনি ১ লাখ ২৭ হাজার টাকার মূলধন পাবেন। দু’বছর আগে এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি-তে ২ লাখ ৪০ হাজার টাকার বিনিয়োগ বেড়ে ৩.০৯ লক্ষ টাকা হত। একইভাবে ৩ বছর আগে ১০ হাজার টাকা এসআইপি করলে ৩ লাখ ৬০ হাজার টাকার বিনিয়োগ বেড়ে আজ ৫.১৩ লাখ টাকা হয়ে যেত।
advertisement
উল্লেখ্য, ডিবিআই ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড-ডায়রেক্ট প্ল্যান-গ্রোথের ভারতীয় ইক্যুইটির ৯৮.৫৩ শতাংশ এক্সপোজার রয়েছে, যার মধ্যে ৬৩.০৪ শতাংশ লার্জ ক্যাপ স্টকে, ১৮.৪১ শতাংশ মিড ক্যাপ স্টকে এবং ১৭.০৮ শতাংশ স্মল ক্যাপ স্টকে রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2022 11:32 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Funds: SIP- তে ৩ বছরে ১০ হাজার টাকা হল ৫.১৩ লাখ! কীভাবে? দেখুন বিস্তারিত!