আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা ট্রান্সফার করল কেন্দ্র, লিস্টে আপনার নাম?
বিক্রি হওয়া স্টকগুলির মধ্যে রয়েছে সান ফার্মা (Sun Pharma), এইচডিএফসি (HDFC), ইনফোসিস (Infosys), এইচসিএল টেক (HCL Tech), টাইটান (Titan), কোটাক ব্যাঙ্ক (Kotak Bank), উইপ্রো (Wipro), টিসিএস (TCS) এবং টেক এম-এর (Tech M)। যার ফলে এই কোম্পানিগুলির শেয়ারে ১ থেকে ২ শতাংশ দরপতন দেখা দিয়েছে। ক্রমাগত বিক্রির কারণে এই কোম্পানিগুলির শেয়ার stocks top losers-এর তালিকায় যুক্ত হয়েছে। এইচইউএল (HUL), কিপলা (Cipla) এবং টাটা কনজিউমারের (Tata Consumer) শেয়ারেও পতন দেখা দিয়েছে৷ আজকের ব্যবসায় পাওয়ারগ্রিড (PowerGrid), এমঅ্যান্ডএম (M&M), টাটা স্টিল (Tata Steel) এবং এনটিপিসি-র (NTPC) মতো সংস্থাগুলির শেয়ার কেনা হচ্ছে, যার ফলে এই কোম্পানিগুলির শেয়ার stocks top gainers-এর তালিকায় যুক্ত হয়েছে। বাজাজ অটো (Bajaj Auto), আইশার মোটরস (Eicher Motors), টাটা মোটরসেও (Tata Motors) উন্নতি হয়েছে আজ।
advertisement
আরও পড়ুন: পোস্ট অফিসের মাধ্যমে সহজেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা, জেনে নিন নিয়ম
আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আইটি সেক্টর। এই সেক্টরের শেয়ার এক শতাংশ কমেছে। এছাড়া আর্থিক ও ব্যাঙ্ক সেক্টরের শেয়ারেও দরপতন হয়েছে। তবে আজ ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে অটো সেক্টর। এছাড়া মেটাল এবং রিয়েলটি সেক্টরেও আজ বৃদ্ধি হতে দেখা গিয়েছে। এলআইসির (LIC) স্টকে ২ শতাংশ লোকসান হয়েছে আজ। এর পাশাপাশি Wockhardtও ২ শতাংশ লোকসানে লেন-দেন করছে। মঙ্গলবার সকালে খোলা হয়েছে এমন এশিয়ার বেশিরভাগ বাজার লাভের মুখ দেখলেও কিছু বাজারে বিক্রি প্রাধান্য পেয়েছে। আজ সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ ০.২৯ শতাংশের লোকসানে এবং জাপানের নিক্কেই ০.০১ শতাংশের সামান্য বৃদ্ধিতে লেন-দেন করছে। এছাড়া হংকংয়ের শেয়ারবাজারে ০.৩১ শতাংশ এবং তাইওয়ানে শেয়ারবাজারে ০.৪৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ০.১০ শতাংশ বৃদ্ধিতে এবং চিনের সাংহাই কম্পোজিট ০.১০ শতাংশের লোকসানে লেন-দেন করছে।