Post Office: পোস্ট অফিসের মাধ্যমে সহজেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা, জেনে নিন নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office : পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি থেকে আয় কমিশন হিসেবে হয়ে থাকে ৷
#নয়াদিল্লি: মাত্র ৫০০০ টাকা ইনভেস্ট করে শুরু করুন এই ব্যবসা আয় (Earn money) করবেন বিপুল লাভ ৷ পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (Post Office Franchise) নিয়ে ভাল টাকা আয় করতে পারবেন ৷ এই সময় দেশে প্রায় ১.৫৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে ৷ এরপরও অনেক জায়গায় পোস্ট অফিস নেই ৷ সেই কথা মাথায় রেখেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে ৷ দেখে নিন কীভাবে ফ্র্যাঞ্চাইজি পাবেন -
পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি থেকে আয় কমিশন হিসেবে হয়ে থাকে ৷ এর জন্য পোস্ট অফিসের তরফে প্রোডাক্ট ও পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ এই সমস্ত পরিষেবার জন্য কমিশন দেওয়া হয়ে থাকে ৷ MOU -তে আগে থেকেই কমিশন ঠিক করা থাকে ৷
advertisement
advertisement
দেশে ১.৫৫ লক্ষ পোস্ট অফিস আছে ঠিকই, কিন্তু এমন অনেক জায়গাও আছে যেখানে এই পরিষেবা পাওয়া যায় না। এই দিক থেকে বিচার করে ভারতীয় ডাকবিভাগ সংশ্লিষ্ট এলাকায় জনৈক ব্যক্তিকে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি খোলার অনুমোদন দেয়, যার মাধ্যমে সেই ব্যক্তি উপার্জনও করতে পারেন। এর জন্য মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করতে হয়। এই পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে স্ট্যাম্প, স্টেশনারির মতো নানা জিনিস বিক্রি করা যায়; স্পিড পোস্ট, মানি অর্ডারের মতো পরিষেবা দেওয়া যায়। আর এর প্রত্যেকটির ক্ষেত্রে পাওয়া যায় ভারতীয় ডাকবিভাগ নির্ধারিত কমিশন, লাভের টাকাটাও আসে সেখান থেকেই।
advertisement
কে নিতে পারবেন ফ্র্যাঞ্চাইজি-
>> ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ১৮ বছরের বেশি বয়স হতে হবে
>> দেশের যে কোনও নাগরিক ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন
ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণির পাস সার্টিফিকেট থাকতে হবে
>> আবেদন করার জন্য সবচেয়ে প্রথমে ফর্ম ফিলআপ করে সাবমিট করতে হবে
advertisement
>> সিলেকশন হওয়ার পর ইন্ডিয়া পোস্টের সঙ্গে MoU সাইন করতে হবে
ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে কেবল ৫০০০ টাকা খরচ করতে হবে ৷ ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর কমিশনের মাধ্যমে আয় করতে পারবেন ৷ আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা আয় করতে পারবেন ৷ https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf লিঙ্কে গিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে ৷ এখান থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে ৷
advertisement
কত টাকা কমিশন ঠিক হয়-
>> রেজিস্টার্ড আর্টিকেলের বুকিংয়ের জন্য ৩ টাকা
>> স্পিড পোস্ট আর্টিকেলের বুকিংয়ের জন্য ৫ টাকা
>> ১০০ থেকে ২০০ টাকার মানি অর্ডারের বুকিংয়ে ৩.৫০ টাকা
>> ২০০ টাকার বেশি মানি অর্ডারে ৫ টাকা
advertisement
>> প্রতি মাসে রেজিস্ট্রি ও স্পিড পোস্টে ১০০০ টাকার বেশি বুকিংয়ে ২০ শতাংশ অতিরিক্ত কমিশন
>> পোস্টেজ স্ট্যাম্প,পোস্টাল স্টেশানরি ও মানি অর্ডার ফর্ম বিক্রিতে সেল অ্যামাউন্ট ৫ শতাংশ
>> রেভিনিউ স্ট্যাম্প, সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প বিক্রি-সহ রিটেল সার্ভিসে পোস্টাল ডিপার্টমেন্টের হওয়া আয়ের ৪০ শতাংশ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 1:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office: পোস্ট অফিসের মাধ্যমে সহজেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা, জেনে নিন নিয়ম