Gold Price Today : রেকর্ড দাম থেকে প্রায় ৬০০০ টাকা সস্তায় বিক্রি হচ্ছে সোনা, দেখে নিন আজকে ১০ গ্রামের দাম কত

Last Updated:
Gold Price Today : মার্চে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৫৭০০০ টাকা হয়ে গিয়েছিল ৷
1/4
মঙ্গলবার সকালে সোনার দামে সামান্য পতন দেখা গিয়েছে ৷ বর্তমানে রেকর্ড দাম থেকে সোনা এখনও প্রায় ৬ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷ রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ এদিন রুপোর দাম ৬২০০০ টাকার নীচে চলে এসেছে ৷
মঙ্গলবার সকালে সোনার দামে সামান্য পতন দেখা গিয়েছে ৷ বর্তমানে রেকর্ড দাম থেকে সোনা এখনও প্রায় ৬ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷ রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ এদিন রুপোর দাম ৬২০০০ টাকার নীচে চলে এসেছে ৷
advertisement
2/4
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ১৪ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫৬৯০১ টাকা হয়েছে ৷ মার্চে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৫৭০০০ টাকা হয়ে গিয়েছিল ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ১৪ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫৬৯০১ টাকা হয়েছে ৷ মার্চে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৫৭০০০ টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
3/4
রুপোর দামেও পতন-  এমসিএক্সে এদিন সকালে রুপোর দাম ৩২০ টাকা পড়ে প্রতি কিলোগ্রামে ৬১৫৬২ টাকা হয়েছে ৷ এর আগে বাজার খোলার সময় রুপোর দাম ৬১৫৯৭ টাকা ছিল ৷ তবে কিছুক্ষণের মধ্যে দাম ০.৫২ শতাংশ কমে ট্রেড করছে ৷ রুপোর রেকর্ড দাম থেকে এখন প্রায় ১২০০০ সস্তায় পাওয়া যাচ্ছে ৷ মার্চের শুরুতে রুপোর দাম প্রায় ৭৩ হাজার টাকা হয়ে গিয়েছিল ৷
রুপোর দামেও পতন- এমসিএক্সে এদিন সকালে রুপোর দাম ৩২০ টাকা পড়ে প্রতি কিলোগ্রামে ৬১৫৬২ টাকা হয়েছে ৷ এর আগে বাজার খোলার সময় রুপোর দাম ৬১৫৯৭ টাকা ছিল ৷ তবে কিছুক্ষণের মধ্যে দাম ০.৫২ শতাংশ কমে ট্রেড করছে ৷ রুপোর রেকর্ড দাম থেকে এখন প্রায় ১২০০০ সস্তায় পাওয়া যাচ্ছে ৷ মার্চের শুরুতে রুপোর দাম প্রায় ৭৩ হাজার টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
4/4
বিশ্ব বাজারে এদিন সোনা ও রুপোর দাম-  বিশ্ব বাজারে এদিন সোনার দাম সামান্য বাড়লেও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ সকালে মার্কিন বাজারে সোনার বর্তমান দাম প্রতি আউন্সে ১৮৫২.৬৩ ডলার যা আগের দাম থেকে ০.০১ শতাংশ বেশি ৷ অন্যদিকে, রুপোর দাম এদিন সকালে ০.৩২ কমে প্রতি আউন্সে ২১.৮৬ ডলার হয়ে গিয়েছে ৷
বিশ্ব বাজারে এদিন সোনা ও রুপোর দাম- বিশ্ব বাজারে এদিন সোনার দাম সামান্য বাড়লেও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ সকালে মার্কিন বাজারে সোনার বর্তমান দাম প্রতি আউন্সে ১৮৫২.৬৩ ডলার যা আগের দাম থেকে ০.০১ শতাংশ বেশি ৷ অন্যদিকে, রুপোর দাম এদিন সকালে ০.৩২ কমে প্রতি আউন্সে ২১.৮৬ ডলার হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement