Petrol and Diesel: পেট্রোল-ডিজেলে কমিশন বৃদ্ধির দাবি, একাধিক রাজ্যে আজ পাম্প ধর্মঘট, কতটা প্রভাবিত হবেন গ্রাহকরা?

Last Updated:

Petrol and Diesel: ৩১ মে সরবরাহকারী সংস্থাগুলোর কাছ থেকে পেট্রোল-ডিজেল কেনা হবে না।

#নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের দাম বাড়লে অনেকেই মনে করেন লাভ হচ্ছে পাম্প মালিকদের। বাস্তব যে তা নয়, সে কথা আজ প্রমাণ করে দিচ্ছে দেশের ২৪ রাজ্যের প্রায় ৭০ হাজার পেট্রোল-ডিজেল পাম্প ধর্মঘট। পাম্প মালিকদের সাফ ঘোষণা- জ্বালানির দাম বাড়লেও তাঁদের কমিশন বাড়েনি, তাই প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। বলছেন, ৩১ মে সরবরাহকারী সংস্থাগুলোর কাছ থেকে পেট্রোল-ডিজেল কেনা হবে না।
পেট্রোল-ডিজেলের খুচরো মূল্য বৃদ্ধিতে পেট্রোলিয়াম সংস্থাগুলো মুনাফার মুখ দেখলেও পাম্প মালিকরা রয়ে গিয়েছেন তিমিরেই, তাই একদিনের জন্য তাদের কাছ থেকে তেল না কেনার এই জেহাদ, যাতে সংস্থাগুলোও লোকসানের মুখ দেখে।
advertisement
দিল্লির পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি অনুরাগ জৈন এই প্রসঙ্গে স্পষ্ট করেছেন তাঁদের অবস্থানের বিষয়। তিনি জানিয়েছেন যে পেট্রোল-ডিজেলের খুচরো মূল্য বৃদ্ধিতে তাঁদের কোনওই লাভ হয়নি, কেন না বিক্রির অনুপাতে তাঁদের কমিশন বাড়েনি। তাই সংস্থাগুলোর কাছে নিজেদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য এই পদক্ষেপ। কিন্তু সাধারণ মানুষ কি এই প্রতিবাদে সমস্যায় পড়বেন না? সে উত্তরও দিয়েছেন জৈন। বলেছেন, পাম্পগুলোতে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুত আছে, অতএব গ্রাহকদের চাহিদা পূরণে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
advertisement
জানা গিয়েছে, এই প্রতিবাদে সামিল হয়েছেন তামিলনাড়ু, কর্নাটক, কেরল, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, হিমাচলপ্রদেশ, বিহার, অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, সিকিম এবং উত্তরবঙ্গের অনেক পাম্প মালিকেরা; রয়েছেন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ডিলাররাও।
advertisement
ডিলারদের অভিযোগ, তাঁদের যে মার্জিন মুনাফা থাকে, তা প্রতি ৬ মাস অন্তর বাড়ার কথা, কিন্তু ২০১৭ সাল থেকে কোনওই পরিবর্তন হয়নি। অন্য দিকে, পাম্প ব্যবসায় আসার জন্য তাঁরা ঋণ নিয়েছেন, লগ্নির হার বেড়েছে, সুদও দিতে হচ্ছে চড়া হারে। ফলে, তাঁদের আর্থিক সুরাহা দূর অস্ত!
advertisement
ডিলাররা পেট্রোলের খুচরো মূল্যে প্রতি লিটারে ২.৯০ টাকা এবং ওই এক হিসেবে ডিজেলের ক্ষেত্রে ১.৮৫ টাকা কমিশন পান। জৈন জানিয়েছেন, ২০১৭ সালে কমিশন ১ টাকা বাড়ানো হলেও তার থেকে আবার ৪০ পয়সা লাইসেন্স ফি হিসেবে কেটে নেওয়া হয়। ফলে বিদ্যুতের খত, কর্মীদের বেতন, ব্যাঙ্ক চার্জ সামলে তাঁদের নাভিশ্বাসের জোগাড়। এখন দেখার পেট্রোলিয়াম সংস্থাগুলো কী পদক্ষেপ নেয়!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel: পেট্রোল-ডিজেলে কমিশন বৃদ্ধির দাবি, একাধিক রাজ্যে আজ পাম্প ধর্মঘট, কতটা প্রভাবিত হবেন গ্রাহকরা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement