দেশের প্রায় প্রতিটি প্রথম সারির ব্যাঙ্কেই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। এছাড়া অনেকেই পোস্ট অফিস এবং স্মল ফিনান্স ব্যাঙ্কেও আরডি অ্যাকাউন্ট খোলেন। এই স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে সাধারণত রেকারিং ডিপোজিটে বেশি হারে সুদ মেলে। প্রায় ৮ শতাংশ। বেশিরভাগ স্মল ফিনান্স ব্যাঙ্কে আরডি করার নূন্যতম মেয়াদ ৬ মাস। সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০ টাকা।
advertisement
আরও পড়ুন: RBI-এর কোপের মুখে দেশের ৮টি ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাঙ্কে ?
যেমন নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক। সাধারণ আমানতকারীদের জন্য ২ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিটে ৭.৫০ শতাংশ হারে সুদ মিলছে। তিন, চার বা পাঁচ বছর মেয়াদের আরডি-র ক্ষেত্রেও এখানে ৭.৫০ শতাংশ সুদের হারে রিটার্ন মিলবে। তবে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি। অর্থাৎ তাঁরা প্রায় ৮ শতাংশ হারে রিটার্ন পাবেন।
আরও পড়ুন: ৫ দিনে ৩,৫০০ টাকা সস্তা হল সোনা, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম
একজন বিনিয়োগকারী নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কে ন্যূনতম ৩ মাসের মেয়াদের জন্য একটি পুনরাবৃত্ত রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাঙ্কটি ৩ মাস মেয়াদের আরডি বিনিয়োগের উপর ৪.২৫ শতাংশ সুদের হার অফার করে৷ ৬ মাসের মেয়াদ হলে রেকারিং ডিপোজিটে ৪.৫০ শতাংশ হারে সুদ মিলবে। আবার ৯ মাসের মেয়াদ হলে সুদ মিলবে ৫.৫০ শতাংশ হারে। তবে প্রবীণ নাগরিকরা প্রতি ক্ষেত্রেই ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।
আরও পড়ুন: HDFC ও স্টেট ব্যাঙ্কের পর এবার এই ব্যাঙ্কও সুদের হার বাড়াল ফিক্সড ডিপোজিটে
নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কের সদর দফতর গুয়াহাটিতে। এখানে ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিট করলে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। প্রবীণ নাগরিকরা একই এফডি-তে ৭.৫০ শতাংশ হারে রিটার্ন পাবেন। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও একই হারে সুদ পাওয়া যাবে। তবে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেঙ্গালুরুর জন স্মল ফিনান্স ব্যাঙ্ক। ২ থেকে ৩ বছর মেয়াদের এফডি-তে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে তারা। ৩৬ মাস থেকে ৬০ মাসের আরডি-তে জন স্মল ফিনান্স ব্যাঙ্কে ৭.২৫ শতাংশ হারে সুদ মেলে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটি ৭.৫০ শতাংশ । এটি ২০২১ সালের ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।