আরও পড়ুন: কমল অশোধিত তেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
সংস্থার তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, সি বিজয়কুমার সরাসরি ভারতীয় সংস্থার থেকে এই বিপুল অঙ্কের বেতন পান না। তিনি বেতন পান আমেরিকার এইচসিএল-এর পক্ষ থেকে, যে সংস্থাটি এইচসিএল-এর একটি সাবসিডেয়ারি সংস্থা। কতটা বেতন পান তিনি, তারও একটি হিসাব দেওয়া হয়েছে। প্রথমত, ২০ লক্ষ মার্কিন ডলারের বেস স্যালারি পান তিনি, এ ছাড়া আরও ২০ লক্ষ মিলিয়ন ডলারের একটি ভ্যারিয়েবেল পে-ও তিনি পান। এ ছাড়াও আর্থিক বর্ষের শেষে অন্য কয়েকটি খরচ চালানোর জন্য বার্ষিক ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া তিনি এলটিই পান মোট ১২.৫০ মিলিয়ন মার্কিন ডলার। সংস্থা আরও জানিয়েছে, এলটিআই বাদ দিয়ে বিজয়কুমারের বেতন ২০২১ সালে মার্চ মাসে ছিল ৪ মিলিয়ন ডলারের কিছু বেশি। সেই বেতনের কোনও পরিবর্তন হয়নি।
advertisement
আরও পড়ুন: চাল, ডাল, আটা এই ভাবে কিনলে আর গুনতে হবে না জিএসটি! সাফ জানালেন অর্থমন্ত্রী
সংস্থার রিপোর্টে বলা হয়েছে, শেষ আর্থিক বছরে যা বেতন ছিল বিজয়কুমারের এ বারেও সেই বেতনই রয়েছে। সেই বেতনে আর কোনও পরিবর্তন হয়নি। তবে তিনি ১২.৫ মিলিয়ন এলটিআই পেয়েছেন, সেটি হল বছরের নির্দিষ্ট সময়ে ভাগ করে দেওয়া হয়। সেই কয়েকটি ভাগ করে দেওয়া বেতন হিসাবে দেওয়া হয়। সেই টাকা মিলিয়েও ওই বেতনের অঙ্কে পৌঁছন বিজয়কুমার।