Petrol Diesel Prices: কমল অশোধিত তেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম

Last Updated:
Petrol Diesel Prices: দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷
1/6
অপরিশোধিত তেলের দাম অর্থাৎ ক্রুড অয়েলের দাম ফের ১০০ ডলারের নীচে চলে এসেছে ৷ সোমবার ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের নীচে চলে এসেছে ৷ ক্রুডের দাম সস্তা হওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছিল ৷ তবে এদিনও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
অপরিশোধিত তেলের দাম অর্থাৎ ক্রুড অয়েলের দাম ফের ১০০ ডলারের নীচে চলে এসেছে ৷ সোমবার ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের নীচে চলে এসেছে ৷ ক্রুডের দাম সস্তা হওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছিল ৷ তবে এদিনও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
advertisement
2/6
এর আগে শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছিল ৷ এরপর থেকে জ্বালানির দাম স্থির রয়েছে ৷
এর আগে শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছিল ৷ এরপর থেকে জ্বালানির দাম স্থির রয়েছে ৷
advertisement
3/6
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম  দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা  মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা  চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা  কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
4/6
অন্যান্য শহরে জ্বালানির দাম  নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা  লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা  পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা  পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
5/6
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
6/6
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement