টেলিকম বিভাগের নয়া নিয়ম অনুযায়ী, নতুন মোবাইল নম্বর বা টেলিফোন কানেকশন নেওয়ার (New Sim) হলে কেওয়াইসি পুরোপুরি ডিজিটাল হবে ৷ অর্থাৎ কেওয়াইসি-র জন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ পোস্টপেড থেকে প্রিপেড করার হলে বা প্রিপেড থেকে পোস্টপেড করার জন্য এবার থেকে আর কোনও ফর্ম জমা দিতে হবে না ৷ ডিজিটাল কেওয়াসি-কে বৈধ হিসেবে মেনে নেওয়া হবে ৷ গ্রাহকরা টেলিকম সংস্থার অ্যাপের মাধ্যমে সেলফ কেওয়াইসি করতে পারবেন ৷ এর জন্য কেবল ১ টাকা দিতে হবে ৷ অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে কয়েকটি স্টেপস ফলো করে সহজেই এই কাজ করতে পারবেন ৷
advertisement
সেলফ কেওয়াইসি করানোর ৫টি স্টেপস-
১. সিম প্রোভাইডারের (New Sim) অ্যাপ ডাউনলোড করে ফোনে রেজিস্টার করতে হবে
২. আপনার অন্য কোনও নম্বর বা পরিবারের অন্য কোনও সদস্যের নম্বর দিতে হবে
৩. এরপর ওয়ান টাইম পাসওয়ার্ডের (OTP) মাধ্যমে লগইন করতে হবে
৪. লগইন করে সেলফ কেওয়াইসি-র অপশন সিলেক্ট করে সমস্ত তথ্য জমা দিতে হবে
সিম দেওয়া হবে না যে ব্যক্তিদের-
নয়া নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সের কাউকে সিম দেওয়া হবে না ৷ কোনও ব্যক্তির মানসিক অবস্থা ঠিক না থাকলে তাঁকে সিম কার্ড (New Sim) জারি করার বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে ৷ এরকম ব্যক্তিদের সিম কার্ড জারি করা হলে টেলিকম সংস্থাকে দোষী মনে করা হবে ৷ সিম নেওয়ার জন্য CAF ভর্তি করতে হবে ৷