TRENDING:

নতুন SIM নেওয়ার নিয়মে বদল! এবার এই গ্রাহকরা আর পাবেন না সিম

Last Updated:

মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) কেন্দ্র সরকার এই সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি মোবাইল সিম নেওয়ার নিয়ম বদলাল টেলিকম বিভাগ (DoT) ৷ এবার নতুন সিম (New Sim) নেওয়ার পাশাপাশি প্রিপেড থেকে পোস্ট পেডে বদলানোর জন্য আর ফিজিক্যাল ফর্ম ফিলআপ করতে হবে না ৷ এবার থেকে ডিজিটাল ফর্ম ফিলআপ করে (Digital Form) সহজেই এই কাজ করতে পারবেন ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) কেন্দ্র সরকার এই সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে ৷ সম্প্রতি টেলিকম বিভাগ কেওয়াইসি নিয়মে (KYC Rules) বদল করেছে ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/invest-10000-rupees-monthly-in-this-post-office-scheme-and-get-16-lac-rupees-on-maturity-dc-665577.html

টেলিকম বিভাগের নয়া নিয়ম অনুযায়ী, নতুন মোবাইল নম্বর বা টেলিফোন কানেকশন নেওয়ার (New Sim) হলে কেওয়াইসি পুরোপুরি ডিজিটাল হবে ৷ অর্থাৎ কেওয়াইসি-র জন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ পোস্টপেড থেকে প্রিপেড করার হলে বা প্রিপেড থেকে পোস্টপেড করার জন্য এবার থেকে আর কোনও ফর্ম জমা দিতে হবে না ৷ ডিজিটাল কেওয়াসি-কে বৈধ হিসেবে মেনে নেওয়া হবে ৷ গ্রাহকরা টেলিকম সংস্থার অ্যাপের মাধ্যমে সেলফ কেওয়াইসি করতে পারবেন ৷ এর জন্য কেবল ১ টাকা দিতে হবে ৷ অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে কয়েকটি স্টেপস ফলো করে সহজেই এই কাজ করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/process-to-change-mutilated-notes-in-banks-dc-665553.html

সেলফ কেওয়াইসি করানোর ৫টি স্টেপস-

১. সিম প্রোভাইডারের (New Sim) অ্যাপ ডাউনলোড করে ফোনে রেজিস্টার করতে হবে

২. আপনার অন্য কোনও নম্বর বা পরিবারের অন্য কোনও সদস্যের নম্বর দিতে হবে

৩. এরপর ওয়ান টাইম পাসওয়ার্ডের (OTP) মাধ্যমে লগইন করতে হবে

৪. লগইন করে সেলফ কেওয়াইসি-র অপশন সিলেক্ট করে সমস্ত তথ্য জমা দিতে হবে

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/check-out-prices-of-10-gram-gold-in-your-city-dc-665533.html

সিম দেওয়া হবে না যে ব্যক্তিদের-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়া নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সের কাউকে সিম দেওয়া হবে না ৷ কোনও ব্যক্তির মানসিক অবস্থা ঠিক না থাকলে তাঁকে সিম কার্ড (New Sim) জারি করার বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে ৷ এরকম ব্যক্তিদের সিম কার্ড জারি করা হলে টেলিকম সংস্থাকে দোষী মনে করা হবে ৷ সিম নেওয়ার জন্য CAF ভর্তি করতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন SIM নেওয়ার নিয়মে বদল! এবার এই গ্রাহকরা আর পাবেন না সিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল