TRENDING:

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে হয়ে যাবেন 'মালামাল'! মিলবে বাড়তি ৬ লাখ পর্যন্ত টাকা

Last Updated:

Post Office Scheme: এছাড়াও যাঁরা চাকরি থেকে ভিআরএস নিয়েছেন বা নিতে চলেছেন, তাঁরাও এই স্কিমের সুবিধা নিতে পারেন। এর সুদের হার FD এবং সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: পোস্ট অফিস এই স্কিম প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্তদের জন্য অনেক সাহায্য করে। এই সমস্ত সরকারি প্রকল্প ৬০ বছরের উর্ধ্বে বৃদ্ধদের জন্য খুবই উপকারি। এছাড়াও যাঁরা চাকরি থেকে ভিআরএস নিয়েছেন বা নিতে চলেছেন, তাঁরাও এই স্কিমের সুবিধা নিতে পারেন। এর সুদের হার FD এবং সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি। বর্তমানে এসসিএসএস ৮.২ শতাংশ হারে সুদ পাচ্ছে।
মিলবে বাড়তি ৬ লাখ পর্যন্ত টাকা
মিলবে বাড়তি ৬ লাখ পর্যন্ত টাকা
advertisement

পোস্ট অফিসের এই স্কিম ৫ বছরে ম্যাচিওর হয়। এই অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বাধিক ৩০ লক্ষ টাকা জমা করা যেতে পারে। ১০০০ টাকার গুণে এই স্কিমে টাকা জমা করা যেতে পারে। এই স্কিমে আপনি আপনার বিনিয়োগের উপর প্রতি ৩ মাস অন্তর সুদ পাবেন। এই অ্যাকাউন্টটি ৫ বছরে ম্যাচিওর হবে। আমানতকারী ইচ্ছা করলে ৫ বছর পর এই পরিমাণ আরও ৩ বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন।

advertisement

আরও পড়ুন, বাড়িতে পেঁয়াজের পাশে ভুলেও এই সবজি রাখবেন না, বড় সমস্যা কিন্তু হতে পারে

আরও পড়ুন, যাদবপুর কাণ্ডে নয়া মোড়! গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত! ‘ডিলিট’ কল হিস্ট্রি, চ্যাট….

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেক্ষেত্রে, আপনি কেবমাত্র মেয়াদকাল বাড়ানোর সময় পাবেন। ৫, ১০, ১৫, ২০ এবং ৩০ লক্ষ টাকা জমার উপর সুদ। আপনি যদি এই স্কিমে ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৮.২% হারে আপনি সুদ হিসাবে ২,০৫,০০০ টাকা পাবেন। এইভাবে আপনি ম্যাচিউরিটির উপর ৭,০৫,০০০ টাকা পাবেন। ১০ লক্ষ টাকা জমা করলে আপনি ম্যাচুরিটিতে ১৪,১০,০০০ টাকা পাবেন, ১৫ লক্ষ টাকা জমা করলে আপনি ২১,১৫,০০০ টাকা পাবেন। ২০ লক্ষ টাকা জমা করলে, আপনি ম্যাচুরিটিতে ২৮,২০,০০০ টাকা পাবেন। ৩০ লক্ষ টাকা জমা করলে ৪২,৩০,০০০ টাকা পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে হয়ে যাবেন 'মালামাল'! মিলবে বাড়তি ৬ লাখ পর্যন্ত টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল