Jadavpur Big Update: যাদবপুর কাণ্ডে নয়া মোড়! গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত! 'ডিলিট' বহু চ্যাট হিস্ট্রি, হোয়াটস‌অ্যাপ কল...

Last Updated:

Jadavpur Big Update: গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত! যাদবপুর কাণ্ডে নয়া মোড়, কার কার সঙ্গে চ্যাট সৌরভ, দ্বীপ, মনোতোষদের?

মোবাইলেই মিলবে সূত্র? বড় ষড়যন্ত্রের ইঙ্গিত!
মোবাইলেই মিলবে সূত্র? বড় ষড়যন্ত্রের ইঙ্গিত!
কলকাতা: যাদবপুরের ঘটনা কি পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্র? অন্তত তদন্তে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মনে করা হচ্ছে, মৃত ছাত্রকে হেনস্থার বিষয়ে অভিযুক্তরা আগেই ঠিক করে রেখেছিল। কী ভাবে হেনস্থা করা হবে? তা নিয়ে মোবাইলে চ্যাটে বা ফোনে কথোপকথন হওয়ার আশঙ্কাও করছে পুলিশ। প্রশ্ন উঠছে, বহু চ্যাট হিস্ট্রি ডিলিট কি সেকারণেই?
যাদবপুরের ঘটনায় ফোন থেকে বেশ কিছু চ্যাট ও ফোন কল ডিলিট করা হয়েছে, আর সেই ডিলিটের তালিকায় রয়েছে বেশ কিছু হোয়াটস্যাপ কলও। ঘটনার আগে ও পরে পুলিশ সূত্রে ডিলিট চ্যাট হিস্ট্রি ও হোয়াটস‌অ্যাপ কল গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। এই চ্যাটগুলি উদ্ধার হলে বেশ বড় ষড়যন্ত্রের সূত্র মিলতে পারে বলেও মনে করছে পুলিশ।
advertisement
advertisement
কার কার সঙ্গে ঘটনার আগে ও পরে কথা হয়েছে অভিযুক্তদের? চ্যাট হিস্ট্রিতে কি এমন ছিল যেগুলি ডিলিট করা হয়েছে? এই বিষয়ে ফরেন্সিক করে তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করবে পুলিশ। এখনো পর্যন্ত সৌরভ, দ্বীপ ও মনোতোষ এর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কার কার সঙ্গে চ্যাট, ডিলিট চ্যাট খতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur Big Update: যাদবপুর কাণ্ডে নয়া মোড়! গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত! 'ডিলিট' বহু চ্যাট হিস্ট্রি, হোয়াটস‌অ্যাপ কল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement