TRENDING:

Money Making Tips: ভুট্টা চাষে বিপুল লাভের সম্ভাবনা! সহজ উপায়ে লাভ হবে দ্বিগুণ

Last Updated:

New Business Ideas: সঠিক নিয়মে সার ব্যবস্থাপনা করলে ভুট্টার ভাল ফলন নিশ্চিত করা সম্ভব। ভাল ফলন হলে লাভ হবে হুহু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বাড়ছে ভুট্টা চাষ! এই পদ্ধতি মেনে চাষ করলে লাভ হবে বিপুল। পরামর্শ রইল কৃষি দফতরের। জলপাইগুড়ি জেলায় বরাবরই ভুট্টা চাষে সুনাম রয়েছে। গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষের এলাকার পরিমাণ বাড়ছে। এর আগে প্রায় ১৫ হাজার হেক্টর এলাকাজুড়ে ভুট্টা চাষ হয়েছিল।
advertisement

এবছর সেই পরিমাণ বেড়ে হতে পারে প্রায় ২০ হাজার হেক্টর ,এমনটাই জানা গিয়েছে কৃষি দফতরসূত্রে। তবে ডুয়ার্সের কিছু কিছু এলাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণের আক্রমণের ভয় রয়েছে সেকারণে নির্দিষ্ট কিছু এলাকায় ভুট্টা চাষ ব্যাহত হলেও অন্যান্য জায়গায় ভুট্টা চাষের হার বেড়েছে অনেকটাই।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার মার্কেটে প্রশিক্ষণ নিচ্ছেন? খোয়াতে পারেন সর্বস্ব

advertisement

ভুট্টা চাষে কি কি রাসায়নিক সার দরকার, কি দিলে গাছ সুস্থ ভাবে বেড়ে উঠবে এবং ভাল ফলন হবে সেসব জানাচ্ছে কৃষি দফতর। এই পরামর্শ মেনে ভুট্টা চাষ করলে লাভ হবে দ্বিগুণ। জলপাইগুড়ি কৃষি আধিকারিক গোপাল চন্দ্র সাহা জানান, ভুট্টার চাহিদা রয়েছে সেকারণে চাষিরাও ভুট্টা চাষে ঝুঁকছে। তিনি আরও জানান মূলত নাইট্রোজেন, পটাস, ফসফরাস এই তিনটি খাদ্য প্রায়োজন।.

advertisement

View More

আরও পড়ুন: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন

এই সার গুলি গাছের বৃদ্ধি ,শিকড় শক্ত এবং দানা পরিপক্ক করতে সাহায্য করে। রোগ পোকা আক্রমণের থেকেও অনেকটা বাঁচায়। তবে সার প্রয়োগের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবশ্যই অবলম্বন করা উচিত। সার প্রয়োগের ক্ষেত্রে গোবর সার, টিএসপি ও এমওপি বীজ বপনের আগে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া তিন কিস্তিতে ভাগ করে দিতে হবে। প্রয়োজনে জল সেচের সঙ্গে তরল সার প্রয়োগ করা যেতে পারে। সঠিক নিয়মে সার ব্যবস্থাপনা করলে ভুট্টার ভাল ফলন নিশ্চিত করা সম্ভব। ভাল ফলন হলে লাভ হবে হুহু করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে ৯০ দশকের চেনা সেই ঠুকঠাক শব্দ!
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ভুট্টা চাষে বিপুল লাভের সম্ভাবনা! সহজ উপায়ে লাভ হবে দ্বিগুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল