নারকেল সেলের উপর পেন্সিলের সাহায্যে নকশা করে কাটিং তার উপর সৌখিন নকশায় হাতের কাজে সাধারণ নারকেল সেল থেকে তৈরি হচ্ছে আকর্ষনীয় গয়না। এই সমস্ত জিনিসের দামও মন্দ নয়।যেমন আকর্ষণীয় তেমনি লাভজনক দিক রয়েছে এই পেশায়। ফলে একটু সৃজনশীল চিন্তাভাবনায় নারকেল সেল থেকে গয়না তৈরি করার কৌশল জানলে অল্পদিনে লাভবান হবার সুযোগ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন” https://www.local18.in/kolkata/
শিল্প সমৃদ্ধ এ বাংলা। বাংলার জনপ্রিয় নানা শিল্পের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় নারকেল সেলের তৈরি জিনিস। ঘর সাজান ও সংসারের প্রয়োজনীয় জিনিসের সঙ্গে বেশ চাহিদা নারকেল সেলের তৈরি গয়না। হার কানের বা হার কানের ও বালা সেটের দাম ১০০০-১৫০০ টাকা। বাজারের চাহিদা অনুযায়ী গয়না তৈরি করে মোটা টাকা আয়ের সুযোগ। কাজের দক্ষতা থাকলে, একদিনে একাধিক গয়না তৈরি করা যেতে পারে।
আরও পড়ুন: Saturn-Sun Yog: ১০০ বছর পরে দুর্লভ যোগ! ২০২৫-এর শুরুতেই কাঁপাবেন সূর্য-শনি, ৩ রাশির পোয়া বারো
এ প্রসঙ্গে শিল্পী প্রদীপ কুন্ডু জানান, নারকেল সেল দিয়ে তৈরি জিনিসের দারুন চাহিদা বর্তমান সময়ে। বিশেষ করে নারকেল মালায় তৈরি গয়না দারুন আকর্ষণীয়। এই গয়না তৈরী শিখে ভাল আয় করার সুযোগ।
রাকেশ মাইতি





