আর এই উল দিয়ে সোয়েটার এবং তার সাথে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করে স্বনির্ভর হচ্ছেন বীরভূমের মহিলারা। নিজের পরিবার-পরিজন এবং বাড়ির কাজ সামলে উল সুতো দিয়ে সোয়েটার,কখনও চাদর,আবার কখনও দরজা এবং জানালার পর্দা থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করছেন। এই সমস্ত ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভরের হওয়ার পাশাপাশি আর্থিক উপার্জনও করছে মহিলারা।
advertisement
আরও পড়ুন: কচুরিপানা থেকে লক্ষীলাভ, জানুন কীভাবে
বনগাঁর বাসিন্দা মুনমুন মজুমদার তিনি উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানো সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড় তৈরি করছেন।এবং সপ্তাহের শনিবার বোলপুর সোনাঝুরির হাটে সেগুলি বিক্রি করছেন। মুনমুনের বাড়ি বোলপুর শান্তিনিকেতন হলেও কর্মক্ষেত্রে সে বনগাঁর বাসিন্দা।মুনমুনের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে ১২ জন মহিলা।
আরও পড়ুন: গরমে পোল্ট্রি মুরগি পালনে দিতে হবে বিশেষ নজর! খেয়াল রাখতে হবে এই বিষয়গুলিতে
মুনমুন জানাই ক্লাস সেভেন থেকে সে উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করে আসছেন। তবে পেশাগত ভাবে প্রায় ১২ বছর থেকে সে এই কাজ করছে।তার কথায় বর্তমানে মেয়েদের স্বনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন আর সেই কারণেই সে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী দিনে তার ইচ্ছে আরও মহিলাদের সে তার নিজের দলে নিয়ে প্রশিক্ষণ দেবেন।
সৌভিক রায়





