বর্তমানে পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন বলা হয় ১০ নং জাতীয় সড়ককে। এবার শিলিগুড়ি থেকে সিকিম গাভি সেই ১০ নং জাতীয় সড়কের মধ্যেই ২০ মাইলের কাছে রাস্তার ধারে বসে নিজের হাতের কাজেই সকলের মনে সাড়া ফেলছে সেই এলাকার স্থানীয় এক মহিলা। বর্তমানে রাস্তার ধারে বসে নিজের হাতে উল দিয়ে বুনে ঝালর বানিয়ে চলেছে হনুমানঝোড়া ২০ মাইল এলাকার বাসিন্দা সংগীতা।
advertisement
আরও পড়ুন: সবজি নয়, চা চাষ করে লাভের মুখ দেখছেন এই কৃষক
ঝালর সাধারণত বিভিন্ন ও বড় বড় ট্রাকে এবং ছোট গাড়িতে সৌন্দর্যায়নের জন্য লাগানো হয় এছাড়াও কেউ চাইলে নিজের বাড়ির মূল প্রবেশ দ্বারে এই ঝালর লাগিয়ে থাকে। সাধারণত পাহাড়ি বিভিন্ন বাড়িতে এই ঝালর দেখা যায়। উলের তৈরি বিভিন্ন রংবেরঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় এ ঝালর। এই প্রসঙ্গে সঙ্গীতা বিশ্বকর্মা বলেন বহু বছর থেকে এই কাজ করে আসছি, বর্তমানে কোন কাজ নেই সেই অর্থে এই ঝালর বুনতে বেশ ভালো লাগে,এবং বহুদিন থেকে বিভিন্ন দোকানে এই ঝালর বিক্রি করে আসছি এছাড়াও রাস্তার ধারে বিভিন্ন ট্রাক সাজানোর জন্য এই ঝালর বিক্রি হয় এতে আয়ও ভালো হচ্ছে।
আরও পড়ুন: অন্যদের তুলনায় PPF অ্যাকাউন্ট থেকে পেয়ে যেতে পারেন অনেক বেশি সুদ, জেনে নিন কীভাবে !
বর্তমানে শিলিগুড়ি সিকিমগামী ১০ নং জাতীয় সড়কের হনুমান ঝোড়া ইসমাইলের কাছে বহু মহিলা এই কাজকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে রাস্তায় বসে নিজের হাতে উল দিয়ে এই ঝালুর বুনছে সঙ্গীতা বিশ্বকর্মা। তার এই কাজ আগামী দিনে বহু মহিলাকে আয়ের পথ দেখাচ্ছে। বর্তমানে তিনি রাস্তার ধারে এই ঝালর বিক্রি করে রোজগার করছে এবং আগামী দিনের যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।
সুজয় ঘোষ