Money Making Tips: সবজি নয়, চা চাষ করে লাভের মুখ দেখছেন এই কৃষক
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Tea Plantation: জেনে নিন কীভাবে চা চাষ হতে পারে স্থায়ী আয়ের একটি লাভজনক উপায়।
আলিপুরদুয়ার: সবজি নয় বরং চা চাষ করে ব্যাপক লাভবান কালচিনি মেন্দাবাড়ি এলাকার কৃষকেরা। অনুর্বর জমিতে সবজি চাষের প্রচুর চেষ্টা করলেও লাভ মেলেনি ৷ তাই পরীক্ষামূলকভাবে চা গাছ রোপন করেন রাজু তুড়ি নামের এক কৃষক।
প্রথমে আধ বিঘা জমিতে চা গাছ রোপন করেন তিনি। কিন্তু গাছগুলিকে বাঁচাতে পারেননি সে সময়। কৃষকের কথাতে তাঁদের জমির মাটি বেলে মাটি। এই মাটিতে বালির ভাগ বেশি থাকায় জল ধরে না। যারফলে নষ্ট হচ্ছিল চা গাছ। এরপর রাজু তুরি ও তার বাবা চা বাগানগুলিতে গিয়ে সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনে নেন চা গাছের যত্ন। এরপর অন্য স্থান থেকে মাটি এনে জমি তৈরি ও নালা তৈরি করে সাড়ে চার বিঘা জমিতে চা গাছ রোপন করেন তারা।
advertisement
advertisement
গাছগুলি বড় হয়েছে। বর্তমানে চা পাতা তোলার কাজ শুরু হয়েছে। চা বাগানের মাঝে ছায়া গাছ হিসেবে সুপরি গাছ রোপন করেছেন তারা। এক জমি থেকে দুটি ফসল উৎপন্ন করছেন তারা। যারফলে কিছুটা লাভের মুখ দেখছেন।
advertisement
কৃষক রাজু তুরি জানান,”চা বাগান সম্পর্কে ধারণা সকলের রয়েছে তবে জমিতে চা গাছ রোপনের ভাবনা এই এলাকায় আমরা প্রথম নিয়েছি। এলাকার আরও কৃষকরা এই চা চাষ শুরু করবেন বলে আমাদের ধারণা। চা পাতা তুলে আমরা একটি বেসরকারি সংস্থাকে দিয়ে থাকি।”
advertisement
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 21, 2025 4:03 PM IST









