Money Making Tips: মাত্র ৭০ টাকা বিনিয়োগ করেই হয়ে উঠতে পারেন লাখপতি, বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Ideas: শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডের মতো দুর্দান্ত বিকল্প থাকলেও বিনিয়োগ করার জন্য অনেকেই নিরাপদ মাধ্যমের সন্ধান করেন।
সকলেই ধনী হতে চান। কিন্তু সেটা হওয়া অতটাও সহজ নয়। কারণ এর জন্য উপার্জনের পাশাপাশি সঠিক আর্থিক পরিকল্পনা থাকা জরুরি। আসলে সঠিক জায়গায় বিনিয়োগ করলে অনায়াসে কোটিপতি হয়ে ওঠা সম্ভব। তবে শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডের মতো দুর্দান্ত বিকল্প থাকলেও বিনিয়োগ করার জন্য অনেকেই নিরাপদ মাধ্যমের সন্ধান করেন। কারণ তাঁরা মনে করেন যে, তাঁদের কষ্ট করে উপার্জন করা টাকা যেন সুরক্ষিত থাকে! সেই সঙ্গে সেই বিনিয়োগ থেকে ভাল রিটার্নও পেতে চান বিনিয়োগকারীরা।
advertisement
আর যাঁরা নিরাপদ মাধ্যমে বিনিয়োগ করে উচ্চ রিটার্ন পেতে চান, তাঁদের কথা ভেবেই বানানো হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এটা আসলে গভর্নমেন্ট গ্যারান্টিড ইনভেস্টমেন্ট স্কিম। পিপিএফ-এর জনপ্রিয়তার কথা আর আলাদা করে বলে দিতে হয় না। কারণ দীর্ঘমেয়াদে প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে এই স্কিমে। যার লক-ইন পিরিয়ড ১৫ বছর। শুধু তা-ই নয়, পিপিএফ থেকে পাওয়া সমস্ত টাকাটাই ট্যাক্স-ফ্রি।
advertisement
advertisement
ধরা যাক, কোনও বিনিয়োগকারী পোস্ট অফিসের পিপিএফ স্কিমে বিনিয়োগ করছেন। তাহলে তিনি বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। যদিও এই সুদের হার প্রতি ত্রৈমাসিকে আপডেট করা হয় সরকারের তরফে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্কিমে বিনিয়োগ থেকে যে সুদ এবং মেয়াদ শেষে যে রিটার্ন মেলে, তা পুরোপুরি ভাবে ট্যাক্স-ফ্রি হয়। এই স্কিমে বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা সম্ভব। আর মেয়াদ শেষ হলে পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ আরও ৫ বছর করে বাড়াতে পারেন বিনিয়োগকারী।
advertisement