সোনার পাশাপাশি রুপোর দাম এদিন প্রতি কিলোগ্রামে ছিল ৬১,৮৩৫ টাকা ৷ এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে ১৮১৭ ডলার প্রতি আউন্সে ট্রেড করছে ৷ রুপো দাম প্রতি আউন্সে ২২.৯৪ ডলার ৷
আরও পড়ুন: এই দাবি মানা হলে ব্যাঙ্কের গ্রাহকরা হতে চলেছেন বিপুল লাভবান
advertisement
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম-
সোনার দাম আপনি সহজেই বাড়িতে বসেই জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে এবং আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
আরও পড়ুন: ব্যাঙ্কেও নিরাপদ নেই আপনার টাকা! আগামী দিনে আরও বাড়বে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা: Deloitte
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা-
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
আরও পড়ুন: প্রতিদিন মাত্র ২৫০ টাকা করে বাঁচিয়ে হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক!
২০২০ সালে ৫৬ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল সোনার দাম
অগাস্ট ২০২০-তে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকা পেরিয়ে গিয়েছিল ৷ সেই হিসেব অনুযায়ী বর্তমানে প্রায় ৮০০০ টাকার কাছাকাছি সস্তায় সোনায় পাওয়া যাচ্ছে ৷