PPF Calculator : প্রতিদিন মাত্র ২৫০ টাকা করে বাঁচিয়ে হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক!

Last Updated:

বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন পিপিএফ অ্যাকাউন্টে -

#নয়াদিল্লি: দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল অপশন হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) ৷ চাকুরিজীবীরা ১৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খুলে মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টের বিশেষ ফিচার হল ম্যাচিউরিটির পর আর ৫-৫ বছরের জন্য সময় বাড়ানো যেতে পারে পিএফ অ্যাকাউন্টের ৷ সেই ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ বছর বয়সে এই অ্যাকাউন্ট খুললে মাত্র ২৫ বছরে পিপিএফ-এর মাধ্যমে লাখপতি হয়ে উঠতে পারবেন ৷
বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন যে যদি ১৫ বছর অর্থাৎ ম্যাচিউরিটির পর টাকার দরকার না পড়লে এই অ্যাকাউন্টের সময় আরও ৫ বছর জন্য বাড়িয়ে দিলে লাভবান হবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টে ট্যাক্স ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷ এখানে ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্স ফ্রি হয় ৷
advertisement
advertisement
কীভাবে মিলবে সুবিধা ? How to get benefit from PPF?
পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি ১৫ বছরে হয় ৷ এই অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেওয়া হয় ৷ এখানে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এই হিসেব অনুযায়ী ২৫ বছরে ম্যাচিউরিটিতে (PPF Maturity Benefits)অধিকতম ৬২ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷
advertisement
পিপিএফ ক্যালকুলেটার
প্রভিডেন্ট অ্যাকাউন্টে প্রতিদিন ২৫০ টাকা করে জমা করলে মাসে ৭৫০০ টাকা হয় ৷ এই ভাবে বছরে ৯০,০০০ টাকা হয় ৷ আপনি যদি ২৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করেন তাহলে মোট ২২.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করবেন ৷ ম্যাচিউরিটিতে আপনি পেয়ে যাবেন ৬১,৮৪,৮০৯ টাকা ৷ এর মধ্যে ৩৯,৩৪,৮০৯ টাকা সুদ হিসেবে পাবেন ৷
advertisement
বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন পিপিএফ অ্যাকাউন্টে -
পিপিএফ অ্যাকাউন্টে বছরে অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করতে পারবেন ৷ আপনি এই টাকা একবারে বা ১২টি কিস্তিতে দিতে পারেন ৷ ন্যূনতম ৫০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১০ বছরের কম বয়সের বাচ্চার নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF Calculator : প্রতিদিন মাত্র ২৫০ টাকা করে বাঁচিয়ে হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement