Alert! ব্যাঙ্কেও নিরাপদ নেই আপনার টাকা! আগামী দিনে আরও বাড়বে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা: Deloitte
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী কারণে বেড়েছে সাইবার ফ্রডের ঘটনা ?
#নয়াদিল্লি: ভাল রিটার্নের পাশাপাশি নিজের কষ্টের টাকা সুরক্ষিত রাখার জন্য ব্যাঙ্কে টাকা জমা করে থাকেন সাধারণ মানুষ ৷ কিন্তু আপনি কী জানেন এখন ব্যাঙ্কেও আরও নিরাপদ নেই আপনার টাকা ৷ শুধু ব্যাঙ্ক না অন্যান্য ফিন্যান্সিয়াল সংস্থায় রাখা টাকা এখন আর সুরক্ষিত নেই ৷ কারণ তাদের উপর নজর রয়েছে সাইবার ফ্রডদের ৷
মহামারির জেরে ডিজিটাল নির্ভরতা অনেকটাই বেড়েছে ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার ফ্রডের ঘটনা ৷ গত দু’বছরে সাইবার ফ্রডের ঘটনা হু হু করে বেড়েছে ৷ অডিট, কনসাল্টিং, ট্যাক্স ও অ্যাডভাইজারি সার্ভিসেস ফ্রম ডেলয়েট ইন্ডিয়া (Deloitte India) এই সার্ভেতে জানিয়েছে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থা এই সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে ৷ আগামী দিনে সাইবার ফ্রডের ঘটনা হতেই থাকবে ৷
advertisement
advertisement
কী কারণে বেড়েছে সাইবার ফ্রডের ঘটনা ?
(Deloitte Touche Tohmatsu India LLP) জানিয়েছে আগামী দু’বছরে কয়েকটি কারনের জন্য সাইবার ফ্রডের ঘটনা বাড়তে চলেছে ৷ এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কার্যালয়ের বদলে অন্য জায়গা থেকে কাজ করা ৷ গ্রাহকদের মধ্যে ব্যাঙ্কের শাখায় না গিয়ে অন্যান্য মাধ্যমে ব্যাঙ্কের কাজ করার প্রবণতা বাড়তে থাকাও একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে ৷
advertisement
আগামী দু’বছরে আরও বাড়বে ফ্রডের ঘটনা -
ডেলয়টের এই সার্ভে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত আর্থিক সংস্থার ৭০ জন সিনিয়র আধিকারিকের সঙ্গে কথা বলে করা হয়েছে ৷ সার্ভেতে সামিল রয়েছে প্রাইভেট, পাবলিক, বিদেশি, সহকারি ও গ্রামীণ ব্যাঙ্ক ৷ সার্ভেতে ৭৮ শতাংশ আশঙ্কা জানিয়েছেন যে আগামী দিনে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা আরও বাড়তে চলেছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2022 5:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ব্যাঙ্কেও নিরাপদ নেই আপনার টাকা! আগামী দিনে আরও বাড়বে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা: Deloitte