TRENDING:

Howrah News: জমি ছাড়াই অভিনব উপায়ে হলুদ চাষ! ব্যাপক লাভের মুখ দেখছেন এই কৃষক

Last Updated:

এবার চাষের পরিমাণ বেড়েছে, অভিনব উপায়ে এই হলুদ চাষে লাগেনা জমি।, বাড়ির উঠান আনাচ কানাচে বা ছাদে হলুদ চাষ হবে সহজেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: জমি ছাড়া বিশেষ উপায়ে হলুদ চাষ করে সফল চাষি। প্রথম বছর পরীক্ষামূলক চাষ সফলতা। এবার চাষের পরিমাণ বেড়েছে। অভিনব উপায়ে এই হলুদ চাষ লাগেনা জমি। বাড়ির উঠান আনাচ কানাচে বা ছাদে হলুদ চাষ হবে সহজে। জানা যায়, এই চাষে প্লাস্টিকের বস্তার মধ্যে অর্ধেক পরিমাণ সার বালি মিশ্রণ করা মাটি দিয়ে বীজ পোতা। তারপর নিয়ম করে পরিচর্যা।
advertisement

এরপর কয়েক মাস পরে প্রচুর হলুদ।হলুদ রান্নার কাজের পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে দারুণ উপকারি। রান্নার কাজে প্রতিদিন দারুন ভাবে ব্যবহার হয়। বাজারে সহজে মিলছে হলুদ। তবে হলুদের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন। সেই দিকে থেকে এই উপায়ে বাড়িতে হলুদ চাষ করা সম্ভব।

আরও পড়ুন: ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে এ কী করলেন গ্রাহক! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠেছে আম জনতার

advertisement

এই চাষে মাটিতে ২৫ শতাংশ বালি এবং জৈব সার মিশিয়ে বস্তায় রাখা। এক একটি বস্তায় অর্ধেক পরিমাণ মাটি। তাতে হলুদ বীজ দিয়ে পরিচর্যা। জানা যায়, এভাবে এক একটি বস্তায় মিলতে পারে ১ কেজি বা তারও বেশি পরিমাণ হলুদ।এই প্রক্রিয়ায় হলুদ চাষে আয়ের সুযোগ রয়েছে খুব ভালো।

View More

বিস্তারিত জানান হলুদ চাষী পান্নালাল সাঁতরা। কৃষি বিভাগের পরামর্শ মত প্রথম চাষ শুর করে সফল তিনি। গাছ লাগানোর পর বিশেষভাবে লক্ষণীয় গাছের গোড়ায় আগাছা না জন্মাতে দেওয়া।

advertisement

আরও পড়ুন: ৩০ জুনের মধ্যে Pan-Aadhaar লিঙ্ক করানো হয়নি? ভয়ের কোনও কারণ নেই! জেনে নিন এর পরের পদক্ষেপ কী হওয়া উচিত!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি কিছুদিন অন্তর গাছের গোড়ার মাটি খুসে দেওয়া। ইচ্ছে হলে দু এক মাস অন্তর অল্প সরিষা খোল বা অল্প পরিমাণ জৈব সার ব্যবহার করা যেতে পারে। তবে প্রথমেই যেহেতু মাটিতে জৈব সার মেশানো রয়েছে তাতে খুব বেশি সার এর প্রয়োজনীয়তা থাকে না।রাকেশ মাইতি

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Howrah News: জমি ছাড়াই অভিনব উপায়ে হলুদ চাষ! ব্যাপক লাভের মুখ দেখছেন এই কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল