আরও পড়ুন: সেপ্টেম্বরে এই সবজি থেকে মাত্র ৩৫ দিনেই হয়ে যাবেন মালামাল, তবে মাথায় রাখতে হবে জরুরি কিছু বিষয়
ভারত থেকে কোনও জিনিষ বিদেশে পাঠাতে গেলে অবশ্যই প্রক্রিয়াটির সঙ্গে জড়িত স্টেকহোল্ডার এবং সেই সঙ্গে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো এবং ডকুমেন্টেশন গুলি বুঝতে হবে । যে দেশে পাঠানোর হচ্ছে সেই জিনিসের স্পেসিফিকেশন, কাস্টমস এর বিভিন্ন ডকুমেন্টেশন সম্পর্কে মানুষের তেমন ধারণা থাকে না । আর তাই ভারতীয় ডাকঘরের ডাক মিত্র কেন্দ্রের কর্মীদের সাহায্য দেওয়া হয় ।
advertisement
আরও পড়ুন: OPS vs NPS vs UPS: জেনে নিন কোন স্কিমে বেশি পেনশন পাবেন ?
শহর থেকে দূরে বসবাসকারী কোনও মানুষ যদি কোনও জিনিস বিদেশে পাঠাতে চান তাহলে সব ক্ষেত্রে তাঁদের কাছে বিদেশের লাইসেন্সের দরকার হয়। ভারতীয় ডাক বিভাগের ডাক মিত্র বন্ধুরা কাস্টমারের কাছে গিয়ে ভারতবর্ষের এক্সপোর্ট এর পোর্টালে যুক্ত করে ডকুমেন্টশন সম্পর্কে সাহায্য করবেন ।
এর পাশাপাশি তাঁর বাড়ি থেকে সেই পোস্টাল প্রোডাক্ট নিয়ে এসে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে দেবেন । এর ফলে বিদেশে বাণিজ্যিকভাবে জিনিস এক্সপোর্ট করতে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে।
রাকেশ মাইতি