আরও পড়ুন: জেলার প্রাচীনতম বিষ্ণু মন্দির, সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে পঞ্চরত্ন শৈলীর স্থাপত্য
জানা যায় তারকবাবু তার নিজের প্রায় দু বিঘা জমিতে শীতকালীন বাহারি ফুলের চারা গাছ তৈরি করছেন। যার ফলে অন্যান্য চাষের থেকে বিপুল পরিমাণে রোজগার করছেন ফুল চাষ করে তারকনাথ বাবু।এক সময় নিজের নার্সারিতে নতুন চাষের পথ দেখিয়েছেন। কিন্তু এবার বিভিন্ন ধরনের ফুল চাষের কঠোর পরিশ্রমের প্রথম ফল পাওয়ার পর আর পিছনের দিকে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে তিন বড় সংসারের সকলের আয়ের উৎস এই ফুলের চাষ। তারকনাথ বাবু বর্তমানে গাঁদা, ডালিয়া, সূর্যমুখী-সহ নানা বাহারি দেশি, বিদেশি ফুলের চাষ করে থাকেন।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ভেঙে, গোঘাটের গ্রামে রোগীকে যেতে হচ্ছে ভ্যানে
ফুল চাষ নিয়ে তারকনাথ গায়েন জানান “আমি সামান্য টাকা দিয়ে ফুলের চাষ শুরু করেছিলাম। এখন কয়েক হাজার টাকার চারা সব সময় আমার কাছে থাকে। দুই বিঘা জমিতে লাগিয়েছি। এই দেশের বিভিন্ন জায়গায় ফুলের চারা গাছ তৈরি করা হচ্ছে। সততাকে হাতিয়ার করে বেশ কয়েক বছরে আমি সাফল্য পেয়েছি।” ফুল চাষে তারকনাথ বাবুকে এই সাফল্য এলাকার বাসিন্দাদের কাছেও অনুপ্রেরণার উৎস। ফুল চাষে উৎসাহ বাড়ছে এলাকাবাসীর।সব মিলিয়ে তার এই ফুল চাষে সফলতায় খুশি গোঘাট জুড়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তারকনাথ বাবুর মতন বাড়িতে ফুল চাষ করে তাহলে হয়তো প্রচুর টাকা লাভেআয়ের পথ দেখবে বেকার যুবকেরা।
Suvojit ghosh