TRENDING:

Great Money Making Ideas: আম শেষ এবারে আম বাগানেই করুন এই চাষ, আয় হবে লক্ষাধিক টাকা

Last Updated:

Great Money Making Ideas: আমের মরশুম শেষ মানেই ফাঁকা পড়ে থাকা বাগান নয়। এবার সেই বাগানেই শুরু করুন এমন চাষ, যা খুব সহজে দেবে লক্ষাধিক টাকার আয়। বিশেষজ্ঞরাও বলছেন, এই চাষে ঝুঁকি কম আর লাভ অনেক বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পড়বে না রোদের প্রয়োজন ছায়ার মধ্যেও ব্যাপক হারে ফলন হবে এই চাষ করলে। এই নতুন পদ্ধতি জানলে সারা বছর বসে থাকতে হবে না আম চাষিদের। আম নয় এবারে আম বাগানে এই বিকল্প চাষ করে আর্থিকভাবে লাভবান হবেন আম চাষিরা। এমনই এক নতুন পদ্ধতি দেখাল মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। আমের মরসুম শেষ হলেও থামবে না আয়। আম বাগানেই এবারে হলুদ চাষ করে লাভবান হতে পারবেন জেলার আম চাষিরা। তাই আম মরসুম শেষে এই বিকল্প চাষের পদ্ধতি দেখাল‌ কৃষি বিজ্ঞানীরা।
advertisement

যদিও অনেক আগে থেকে এই পদ্ধতি থাকলেও হলুদ বা বিকল্প চাষের ক্ষেত্রে আগ্রহ ছিলনা জেলার অধিকাংশ চাষিদের। তাই এবারে আম চাষিদের স্বার্থে আম বাগানে হলুদ চাষের ক্ষেত্রে আগ্রহ বাড়াতে উদ্যোগী হল মালদহ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা।

advertisement

প্রাথমিকভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাস চত্বরে প্রায় তিন বিঘা আম বাগানের জমিতে হলুদ চাষ করা হয়েছে। আম বাগানে এই পদ্ধতিতে চাষ যেন জেলার সকল চাষিরা করেন তার জন্য চাষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তারা।

View More

আরও পড়ুন: বৃষ্টি শুরু হতেই আনাজ চাষে স্বস্তি! খুশি কৃষকেরা

advertisement

কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ দূশয়ান্ত কুমার রাঘব জানান, “ব্যাপক পরিমাণে আম চাষ হয় মালদহের। জেলার অধিকাংশ অর্থনৈতিক অবস্থা এই আম চাষের উপর নির্ভরশীল। তবে আমের মরসুম শেষে বিকল্প চাষের ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়েন চাষিরা। তাই তাদের সারা বছর বিভিন্ন চাষের ক্ষেত্রে আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হলুদ খাবার থেকে শুরু করে ঔষধি প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এমনকি মানুষের জীবনের সর্ব ক্ষেত্রে নৃত্য প্রয়োজনীয় ব্যবহারে উপযোগী হলুদ। তাই আম চাষের পাশাপাশি হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হতে এই বিকল্প চাষের পদ্ধতির ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে চাষিদের।”

advertisement

আরও পড়ুন: অনলাইনে সোনায় কীভাবে বিনিয়োগ করবেন? দেখে নিন সবচেয়ে ভাল বিকল্পগুলো কী কী

মালদহ জেলার অধিকাংশ এলাকা জুড়ে চাষ হয় আম। আম বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থাকায় আম চাষে বেশি আগ্রহ দেখা দেয় জেলার চাষিদের। তবে এবারে জেলার চাষিদের কথা মাথায় রেখে সারাবছর আমবাগান কে চাষ উপযোগী রাখার ক্ষেত্রে বিকল্প চাষ হলুদ চাষের পদ্ধতি দেখান হল মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জিএম মোমিন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Great Money Making Ideas: আম শেষ এবারে আম বাগানেই করুন এই চাষ, আয় হবে লক্ষাধিক টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল