ভারতের '৫০,০০০' টাকা ইন্দোনেশিয়ায় গেলে 'কত' হয়ে যাবে জানেন...? চমকে উঠবেন শুনলেই!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Rupee Vs Indonesian Rupiah: এমনিতে পঞ্চাশ হাজার টাকা ভারতীয় বাজারে বেশ মোটা টাকা। কিন্তু বিদেশ ভ্রমণে সেই টাকা কি আদৌ যথেষ্ট হবে? নাকি বাজেট বাড়ানো জরুরি? অনেকেরই মনে আসে এমন প্রশ্ন। বেড়াতে যাওয়ার প্রশ্নে তাই মানুষ প্রায়শই ভাবেন, ৫০,০০০ ভারতীয় টাকা বিদেশে কত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫০,০০০ টাকা দিয়ে ইন্দোনেশিয়ায় আপনি কী কী করতে পারবেন?প্রশ্ন ওঠে, ইন্দোনেশিয়ায় ৫০,০০০ ভারতীয় টাকা কীভাবে ৯০ লক্ষ টাকারও বেশি দামের হতে পারে? বাস্তব হল, ভারতের অনেক অঞ্চলের তুলনায় ইন্দোনেশিয়ায় খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেলের দাম সস্তা। অতএব, ভারতীয় পর্যটকরা সেখানে গিয়ে ভাল হোটেলে থাকতে পারেন, সস্তায় স্থানীয় খাবার খেতে পারেন এবং দর্শনীয় স্থানগুলোও অল্প খরচেই উপভোগ করতে পারেন।
advertisement
তবে, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ব্যবহৃত মুদ্রার উপরও দাম নির্ধারিত হয়। এর অর্থ হল, ১০০,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়ার দামের একটি জিনিস আপনার ব্যয়বহুল বলে মনে হতে পারে, কিন্তু ভারতীয় রুপিতে রূপান্তরিত করলে তা ততটা ব্যয়বহুল নয়। অতএব, শুধুমাত্র নোটের সংখ্যার উপর ভিত্তি করে কোনও দেশ সস্তা না ব্যয়বহুল তা বিচার করা সঠিক নয়।







