TRENDING:

টাকা পাঠাতে তাড়াহুড়ো? থামুন এক মুহূর্ত! SBI জারি করল সতর্কতা, এই ভুলগুলো একদম করবেন না

Last Updated:
Deepfake Scams: যদি হঠাৎ কারও ফোন, ভিডিও কল বা মেসেজ আসে এবং সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। ভারতীয় স্টেট ব্যাংক (SBI) ডিপফেক স্ক্যাম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে একটি অ্যালার্ট জারি করেছে।
advertisement
1/8
টাকা পাঠাতে তাড়াহুড়ো? থামুন এক মুহূর্ত! SBI জারি করল সতর্কতা, এই ভুলগুলো একদম করবেন না
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ মানুষকে ডিপফেক স্ক্যাম নিয়ে সতর্ক করেছে। SBI জানিয়েছে, সাইবার প্রতারকরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর সাহায্যে ভুয়ো ভিডিও, কণ্ঠস্বর ও ছবি তৈরি করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
advertisement
2/8
ব্যাঙ্ক তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে, কেউ যদি হঠাৎ করে টাকা পাঠানোর জন্য খুব তাড়াহুড়ো দেখায়, তাহলে তার ওপর কখনওই ভরসা করবেন না।
advertisement
3/8
এসবিআই জানিয়েছে, প্রতারকরা অনেক সময় এমন কারও নকল করে যাকে আপনি বিশ্বাস করেন—যেমন পরিবারের কোনও সদস্য, বন্ধু, অফিসের সিনিয়র বা কোনও ব্যাংক কর্মকর্তা। এরপর তারা আবেগের চাপ সৃষ্টি করে বা জরুরি পরিস্থিতির অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে।
advertisement
4/8
জানিয়ে দেওয়া হচ্ছে, ডিপফেক স্ক্যামে সাইবার অপরাধীরা AI প্রযুক্তির সাহায্যে কোনও ব্যক্তির একেবারে হুবহু কণ্ঠস্বর বা ভিডিও তৈরি করে। এগুলো এতটাই বাস্তবসম্মত হয় যে সাধারণ মানুষ খুব সহজেই প্রতারিত হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে ভিডিও কল দেখে মানুষ ধরে নেন যে সামনেই সেই পরিচিত ব্যক্তি রয়েছেন এবং কোনও যাচাই না করেই টাকা ট্রান্সফার করে দেন।
advertisement
5/8
SBI-এর মতে, যদি কেউ হঠাৎ করে টাকার জরুরি প্রয়োজনের কথা বলে, বারবার তাড়াহুড়ো করার চাপ তৈরি করে বা ভিডিও কিংবা ভয়েস কলে পরিচিত মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে, টাকা পাঠানোর আগে অবশ্যই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করে নেওয়া জরুরি।
advertisement
6/8
SBI জানিয়েছে, কোনও ধরনের সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ১৯৩০ হেল্পলাইন নম্বরে কল করুন অথবা cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে অভিযোগ দায়ের করুন।
advertisement
7/8
SBI-এর এই সতর্কবার্তা থেকে সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে এসেছে— তাড়াহুড়ো করে কখনও টাকা পাঠাবেন না, শুধু ভিডিও কল দেখেই চোখ বুজে বিশ্বাস করবেন না। অবশ্যই একাধিক মাধ্যমে তথ্য যাচাই (ক্রস-চেক) করুন। যাচাই ছাড়া কোনও অচেনা লিঙ্ক বা অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে বিরত থাকুন। আর যদি কোনও ধরনের প্রতারণার শিকার হন, তাহলে চুপ না থেকে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করুন।
advertisement
8/8
ডিজিটাল পেমেন্ট এবং AI প্রযুক্তির বাড়তে থাকা ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে প্রতারণা মূলত ফোন কল বা মেসেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন সেখানে নকল ভিডিও ও কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করে মানুষকে টার্গেট করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সামান্য সতর্কতাই আপনাকে বড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকা পাঠাতে তাড়াহুড়ো? থামুন এক মুহূর্ত! SBI জারি করল সতর্কতা, এই ভুলগুলো একদম করবেন না
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল