টাকা পাঠাতে তাড়াহুড়ো? থামুন এক মুহূর্ত! SBI জারি করল সতর্কতা, এই ভুলগুলো একদম করবেন না
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Deepfake Scams: যদি হঠাৎ কারও ফোন, ভিডিও কল বা মেসেজ আসে এবং সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। ভারতীয় স্টেট ব্যাংক (SBI) ডিপফেক স্ক্যাম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে একটি অ্যালার্ট জারি করেছে।
advertisement
advertisement
advertisement
জানিয়ে দেওয়া হচ্ছে, ডিপফেক স্ক্যামে সাইবার অপরাধীরা AI প্রযুক্তির সাহায্যে কোনও ব্যক্তির একেবারে হুবহু কণ্ঠস্বর বা ভিডিও তৈরি করে। এগুলো এতটাই বাস্তবসম্মত হয় যে সাধারণ মানুষ খুব সহজেই প্রতারিত হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে ভিডিও কল দেখে মানুষ ধরে নেন যে সামনেই সেই পরিচিত ব্যক্তি রয়েছেন এবং কোনও যাচাই না করেই টাকা ট্রান্সফার করে দেন।
advertisement
advertisement
advertisement
SBI-এর এই সতর্কবার্তা থেকে সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে এসেছে— তাড়াহুড়ো করে কখনও টাকা পাঠাবেন না, শুধু ভিডিও কল দেখেই চোখ বুজে বিশ্বাস করবেন না। অবশ্যই একাধিক মাধ্যমে তথ্য যাচাই (ক্রস-চেক) করুন। যাচাই ছাড়া কোনও অচেনা লিঙ্ক বা অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে বিরত থাকুন। আর যদি কোনও ধরনের প্রতারণার শিকার হন, তাহলে চুপ না থেকে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করুন।
advertisement
ডিজিটাল পেমেন্ট এবং AI প্রযুক্তির বাড়তে থাকা ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে প্রতারণা মূলত ফোন কল বা মেসেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন সেখানে নকল ভিডিও ও কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করে মানুষকে টার্গেট করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সামান্য সতর্কতাই আপনাকে বড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।









