ডিএ বৃদ্ধির বকেয়া টাকার দাবি জানাচ্ছেন কর্মচারীরা
মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এবার বকেয়া টাকার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা ৷ ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম(NCJCM), ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (DoPT) ও অর্থমন্ত্রকের মধ্যে এই বিষয়ে ২৬ ও ২৭ জুন ২০২১ বৈঠক হয় ৷ তবে বকেয়া ডিএ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি ৷ হিসেব অনুযায়ী, লেভেল ১ কর্মীদের বকেয়া ডি ১১,৮৮০ টাকা থেকে ৩৭,৫৫৪ টাকার মধ্যে হয় ৷ অন্যদিতে, লেভেল ১৪ (পে স্কেল)-এর কর্মীরা বকেয়া ডিএ ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা মধ্যে হয় ৷
advertisement
গত বছরের তুলনায় ডিএ বৃদ্ধি করা হয়েছে ১১ শতাংশ ৷ সরকারের তরফে জুলাই থেকে ডিএ বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷ ডিএ যদি আরও ৩ শতাংশ বাড়ানো হয় তাহলে ৩১ শতাংশ হবে ৷ অর্থাৎ একজন কর্মচারীর বেসিক স্যালারি যদি ৫০,০০০ টাকা হয় তাহলে তিনি ১৫,৫০০ টাকা ডিএ পাবেন ৷ কেন্দ্রের পাশাপাশি বেশ কিছু রাজ্যও ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ এর মধ্যে উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, হরিয়ানা, কর্নাটক, রাজস্থান ও অসম সামিল রয়েছে ৷ কর্মীদের বেসিক স্যালারির উপর নির্ভর করে ডিএ ৷