আরও পড়ুন: বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা
রুপোর দামে বড় পতন-
এমসিএক্সে রুপোর দাম ১৯৯ টাকা কমে প্রতি কিলোতে ৬৭,৯০৬ টাকা হয়েছে ৷ এদিন সকালে বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৬৭,৮৯০ টাকায় ৷
আরও পড়ুন: বড় সুখবর, মোদি সরকার বাড়াল e-KYC-র ডেডলাইন, জেনে নিন নয়া ডেট
advertisement
গ্লোবাল মার্কেটে দাম কমল সোনা ও রুপোর-
বিশ্ব বাজারে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার বর্তমান দাম ০.১৫ শতাংশ কমে প্রতি আউন্সে ১৯২৫.৬০ ডলারে পৌঁছে গিয়েছে ৷ রুপোর বর্তমান দাম ০.৪৬ টাকা কমে প্রতি আউন্সে ২৫.০৮ ডলার হয়ে গিয়েছে ৷ গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে পতনের প্রভাব এবার দেশের বাজারেও সোনা ও রুপোর দাম দেখা গিয়েছে ৷
আরও পড়ুন: সহজেই বেছে নেওয়া যাবে সেরা ইক্যুইটি ফান্ড, শুধু মাথায় থাক এই কয়েকটা বিষয়
বিশেষজ্ঞদের অনুমান-
বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে শেষ হওয়ার পর সোনা ও রুপোর দামে বিপুল পতন দেখার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছে সোনার বড় ভান্ডার রয়েছে যা তারা গ্লোবাল মার্কেটে বিক্রি করতে চাইছে ৷ এই সোনা বাজারে চলে এলে সাপ্লাই বাড়বে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে ৷