আরও পড়ুন: এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এবার থেকে কেবল ১০০০ টাকা তুলতে পারবেন! জেনে নিন কেন.....
পিএম কিষান মানধন স্কিমের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনায় ৬০ বছর বয়সের পর পেনশন পাওয়ার সুবিধা রয়েছে ৷ এখানে ১৮ থেকে ৪০ বছরের বয়সের কৃষকরা ইনভেস্ট করতে পারবেন ৷ মানধন যোজনায় কৃষকরা প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা পেনশন ৷
advertisement
পিএন কিষান মানধন যোজনা (PM Kisan Maandhan Pension Scheme) কী ?
২০১৯ সালে এই যোজনা শুরু করেছিল কেন্দ্র সরকার ৷ পিএম কিষান মানধন যোজনাকে কিষান পেনশন যোজনার নামেও জানা যায় ৷ প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় দেশের সমস্ত ছোট কৃষকদের ৬০ বছরের পর থেকে সরকারের তরফে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে তেলের লেটেস্ট রেট
প্রতি মাসে জমা করতে হবে ৫৫ টাকা-
পিএম কিষান মানধন যোজনায় অবেদনকারীদের প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে ৷ ১৮ বছর বয়সে যোজনা শুরু করলে প্রতি মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ৪০ বছর বয়স হলে দিতে হবে ২০০ টাকা প্রিমিয়াম ৷
কোন কৃষকরা এই যোজনার সুবিধা পাবেন ?
পিএম কিষান মানধন যোজনার (PM Kisan Maandhan Pension Scheme) সুবিধা কেবল সেই কৃষকদের দেওয়া হবে যাঁদের কাছে দু-হেক্টর চাষের জমি থাকতে হবে ৷ কোনও কারণে সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয়ে গেলে তাঁর স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পেনশন পাবেন ৷
দেখে নিন কী ভাবে করবেন আবেদন?
- সবার প্রথমে ওয়েবসাইটে https://maandhan.in/.. যেতে হবে
- এর জন্য Click Here to Apply Online এ ক্লিক করতে হবে
- এখানে Self Enrolment এ ক্লিক করতে হবে
- পিএম কিষান মানধন যোজনা অনুযায়ী কৃষকদের ৬০ বছরের পর থেকে পেনশন দেওয়া হবে
- পিএম কিষান (PM Kisan) যোজনার সুবিধাভোগীদের কোনও ডকুমেন্টস জমা দিতে হবে না
- পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের সরাসরি মানধন স্কিমে রেজিস্ট্রেশন হয়ে যাবে
কী কী ডকুমেন্টস-
- চাষের জমির কাগজ দিতে হবে
- পরিচয় পত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- আয়ের প্রমান পত্র
- মোবাইল নম্বর
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক
- আধার কার্ড
- বয়সের প্রমান পত্র