TRENDING:

Brinjal Cultivation: জৈব পদ্ধতিতে বেগুন চাষে জোর সুন্দরবন অঞ্চলে

Last Updated:

Brinjal Cultivation: পদ্ধতির ফলে একদিকে যেমন ফলন বেশি হবে অন্যদিকে অল্প সময় থেকেই ফলন পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগানা : জৈব পদ্ধতিতে বেগুন চাষে জোর সুন্দরবন অঞ্চলে। বেগুন আগে এক সময় মরশুমি সবজি হিসেবে ধারা হলেও বিশেষ পদ্ধতিতে বর্তমানে বেগুন প্রায় সারা বছর চাষ হচ্ছে। বাজারে এই সবজির চাহিদা রয়েছে। এই প্রজাতির এই ফসলটি খুবই উপকারি। এখন সারা বছরই বাজারে বেগুন পাওয়া যায়।
advertisement

সেই জন্য উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার অনেক কৃষকদের একটি বড় অংশ এই সময় ধান চাষের পাশাপাশি সবজি হিসেবে বেগুন চাষের দিকে ঝুঁকছেন। বেগুন চাষের জন্য।  বীজ থেকে চারা বের হওয়ার পর মূলত মাটি আলগা করা এবং ঘাস পরিষ্কার করা হয় । গাছ একটু একটু করে বেড়ে ওঠে। গাছ বেড়ে ওঠার এক মাস পর থেকেই শুরু হয় ফল দেওয়ার।

advertisement

আরও পড়ুন: পড়ুয়া থেকে অফিসের বস, সবার পকেটে থাকবে আপনার প্রোডাক্ট! এই ব্যবসা করলে মালামাল

উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের বরুনহাট এলাকার গ্রামের কৃষক সুকুমার দাস তিনি কয়েক বিঘা জমিতে বেগুন চাষ করেছেন যা একেবারে জৈব পদ্ধতিতে। এই পদ্ধতির ফলে একদিকে যেমন ফলন বেশি হবে অন্যদিকে অল্প সময় থেকেই ফলন পাওয়া যাবে।

advertisement

View More

চিরাচরিত প্রথা অনুযায়ী রাসায়নিক সারের পরিবর্তে এভাবে চাষ প্রথা অনেকটাই লাভজনক বলে জানা যায়। তবে বর্তমানে চাষের কাজে বেশ কিছুটা বাড়তি খরচ হলে সেই পরিমাণে দাম পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ কৃষকের। তবে তিনি বলেন সারা বছরই এই চাষ করে থাকেন তিনি। দুই থেকে আড়াই মাসে ফলন পাওয়া যায়। রাসায়নিক সার কম দিয়ে জৈব সার ব্যবহারের কথা তিনি উল্লেখ করেন।

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিসে ১২ মাসের FD-তে ৪ লাখ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন পাবেন দেখে নিন

গত কয়েক বছর ধরে তিনি বেগুন চাষ করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন। বেশি ফলন ও লাভের আশায় এখন চাষিরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে বেগুন চাষে জোর দিচ্ছেন। কৃষকদের উৎপাদিত বেগুন স্থানীয় বাজার থেকে বাজারজাত হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

জুলফিকার মোল্লা 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Brinjal Cultivation: জৈব পদ্ধতিতে বেগুন চাষে জোর সুন্দরবন অঞ্চলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল