New Business Ideas : পড়ুয়া থেকে অফিসের বস, সবার পকেটে থাকবে আপনার প্রোডাক্ট! এই ব্যবসা করে হতে পারেন মালামাল
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
New Business Ideas: মোট পাঁচটি আলাদা আলাদা মেশিন রাখতে হবে। যা নিয়ে পুরো সেটআপ সম্পন্ন হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
পেনের ব্যবসা শুরুর জন্য অবশ্যই আপনার কাঁচামাল প্রয়োজন হবে। পেন তৈরির জন্য আপনাকে ব্যারেল, টিপ, অ্যাডাপ্টার, ঢাকনা, কালী ইত্যাদি কিনতে হবে। যেগুলি খুব কম মূল্যে অনলাইন এবং অফলাইনে পেয়ে যাবেন। একটি পেন তৈরি করতে আপনার খরচ হবে ২ থেকে ২.৫ টাকা। কিন্তু সেগুলি আপনি ৫ থেকে ৬ টাকা দামে বাজারে বিক্রি করতে পারবেন।
advertisement
পেনের ব্যবসা করে স্বনির্ভর হওয়া অমর দাস জানিয়েছেন পুরো প্রক্রিয়া। বলেছেন, প্রথমেই আপনাকে ব্যারেলের ওপর অ্যাডাপ্টার ফিক্সড করতে হবে। তারপর আপনাকে সেট করতে হবে পেনের টিপ। এরপর কালি ভরতে হবে। তারপর লেভেলিং করবেন এবং ঢাকনা লাগিয়ে দেবেন। তাহলেই আপনার তৈরি পেন বাজারে বিক্রির জন্য প্রস্তুত। ঠিকঠাকভাবে ব্যবসা চালাতে পারলে শুরু থেকেই মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন হবে।