Post Office FD Scheme: পোস্ট অফিসে ১২ মাসের FD-তে ৪ লাখ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন পাবেন দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office FD Scheme: ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট করা যায়। পোস্ট অফিসে এর নাম টাইম ডিপোজিট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বলে রাখা ভাল, টাইম ডিপোজিট স্কিমে নাবালকের নামেও অ্যাকাউন্ট খোলা যায়। অভিভাবকরা সেই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। তবে সন্তানের বয়স ১০ বছর বা তার বেশি হলে তিনি নিজেই অ্যাকাউন্ট চালাতে পারবেন। এই স্কিমে গ্রাহক যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহক। জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। গ্রাহক চাইলে পরবর্তীকালে জয়েন্ট অ্যাকাউন্টকে সিঙ্গল অ্যাকাউন্টে ট্রান্সফারও করতে পারেন।
advertisement
এই স্কিমে যৌথ ভাবে একসঙ্গে তিন জনও অ্যাকাউন্ট খুলতে পারেন। ট্যাক্স ছাড়ের সুবিধাও মেলে। তবে সেটা শুধুমাত্র পাঁচ বছর মেয়াদি টাইম ডিপোজিটে। এতে বিনিয়োগের উপর ইনকাম ট্যাক্সের ধারা ৮০সি-এর আওতায় বছরে দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তবে মাথায় রাখতে হবে, বিনিয়োগের দিন থেকে ৬ মাসের আগে টাকা তোলা যাবে না।