এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের পেনশনের নিশ্চয়তা প্রদান করে হবে। এই স্কিমে একজন ব্যক্তি প্রতি দিন মাত্র ২ টাকা বাঁচিয়ে বার্ষিক ৩৬,০০০ টাকা পেনশন পেতে পারেন। কী ভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে, নিচে বিস্তারিত আলোচনা করা হল।
advertisement
প্রতি মাসে ৫৫ টাকা জমা দিতে হবে
এই স্কিম শুরু করতে প্রতি মাসে ৫৫ টাকা অর্থাৎ দৈনিক ২ টাকা করে জমা করতে হবে। ১৮ বছর বয়স থেকে প্রতি দিন প্রায় ২ টাকা করে সঞ্চয় করে বার্ধক্য বয়সে বার্ষিক ৩৬,০০০ টাকা টাকা পেনশন পাওয়া যেতে পারে।
যদি কোনও ব্যক্তি ৪০ বছর বয়স থেকে এই প্রকল্পটি শুরু করেন তবে তাঁকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। ৬০ বছর পূর্ণ হওয়ার পরই পেনশন শুরু হয়ে যাবে। ৬০ বছর অবধি টাকা জমা দেওয়ার পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে অর্থাৎ বছরে বছরে মোট ৩৬,০০০ টাকা পেনশন পাওয়া যাবে।
কী কী নথির প্রয়োজন হবে?
এই স্কিমে আবেদন করার জন্য একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কী ভাবে আবেদন করা যায়?
এই স্কিমের জন্য আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে (CSC) রেজিস্ট্রেশন করতে হবে। CSC পোর্টালে গিয়ে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। সরকার শুধুমাত্র এই প্রকল্পের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করেছে। একটি আবেদন ফর্মে সমস্ত তথ্য যথাযথ ভাবে পূরণ করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন- ঝুঁকি এড়িয়ে বেশি রিটার্ন, এক নজরে দেখে নিন সুরক্ষিত বিনিয়োগের সেরা ৫ উপায়
আবেদন ফর্মে কী কী তথ্য দিতে হবে?
এই স্কিমে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড নম্বর, সেভিংস বা জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক এবং একটি মোবাইল নম্বরের প্রয়োজন হবে। এছাড়া, সরকার যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসিক টাকা কেটে নিতে পারে সেই মর্মে ব্যাঙ্কের থেকে একটি সম্মতিপত্র নিতে হবে।