#নয়াদিল্লি: বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বিমা পলিসি রয়েছে। কিন্তু সুরক্ষিত বিনিয়োগ এবং ভালো রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের বিমা যোজনায় বিনিয়োগ করা যেতে পারে। এখানে কোনও রকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগকারীরা পেতে পারে ভালো রিটার্ন। পোস্ট অফিসের এমনই একটি যোজনা হল গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana)। এই যোজনার মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের এই যোজনার বিভিন্ন দিক।
নিয়মাবলি এবং শর্ত-
১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই বিমা যোজনার সুবিধা নিতে পারে। এই যোজনায় ন্যুনতম বিনিয়োগের পরিমাণ হল ১০,০০০ টাকা এবং সর্বাধিক প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই যোজনার প্রিমিয়াম পেমেন্ট মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক রূপে করা যায়। এই যোজনায় গ্রাহকদের প্রিমিয়ামের পেমেন্ট করার জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন-ঝুঁকি এড়িয়ে বেশি রিটার্ন, এক নজরে দেখে নিন সুরক্ষিত বিনিয়োগের সেরা ৫ উপায়
পাওয়া যায় লোন-
এই বিমা যোজনায় গ্রাহকদের লোনের সুবিধাও দেওয়া হয়। এই বিমা যোজনার পলিসি কেনার ৪ বছর পর গ্রাহকরা এই লোন নিতে পারবে।
পলিসি সারেন্ডার-
এই বিমা যোজনায় গ্রাহকদের পলিসি সারেন্ডার করার সুবিধাও দেওয়া হয়। গ্রাহকরা এই বিমার পলিসি শুরু করার ৩ বছর পর এই সুবিধা গ্রহণ করতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে গ্রাহকরা সেই বিমা যোজনার কোনও লাভ পাবে না। এই বিমা পলিসির সবথেকে বড় আকর্ষণ হল ইন্ডিয়া পোস্ট (India Post) দ্বারা দেওয়া বোনাস এবং অন্তিম ঘোষিত বোনাসের পরিমাণ প্রতি বছর ৬৫ টাকায় ১০০০ টাকা।
ম্যাচিউরিটি বেনিফিট-
কেউ যদি ১৯ বছর বয়সে ১০ লাখের গ্রাম সুরক্ষা পলিসি ক্রয় করে তাহলে ৫৫ বছরের জন্য তার মাসিক প্রিমিয়াম ১,৫১৫ টাকা, ৫৮ বছরের জন্য তার মাসিক প্রিমিয়াম ১,৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য তার মাসিক প্রিমিয়াম ১,৪১১ টাকা হবে। এই পলিসির গ্রাহকরা ৫৫ বছরে ৩১.৬০ লাখ টাকা, ৫৮ বছরে ৩৩.৪০ লাখ টাকার ম্যাচিউরিটি বেনিফিট পাবে। এছাড়া ৬০ বছরে এই পলিসির গ্রাহকরা ম্যাচিউরিটি বেনিফিট পাবে ৩৪.৬০ লাখ টাকা।
আরও পড়ুন-পেট্রোলের চেয়েও দামি টম্যাটো ! ঘুম উড়েছে ক্রেতাদের
সম্পূর্ণ বিবরণ-
নিকটতম ডাকঘর ছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে এই পলিসির সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে। ওয়েবসাইট লিঙ্ক হল- www.postallifeinsurance.gov.in। এছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করেও এই বিষয়ে জানা যাবে, নম্বর হল- ১৮০০১৮০৫২৩২/১৫৫২৩২
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Post office, Post Office Scheme