ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বলেছিলেন, ‘বাংলায় পে কমিশন আছে। তাই এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা। রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যে ডিএ বাধ্যতামূলক না। এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে ১০ শতাংশ ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল ১২৫ শতাংশ। এখন সেটা হল ১৩৫ শতাংশ।’
advertisement
সরকারি কর্মচারীর বেসিক পে-এর উপরে নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি ডিএ বাবদ কত টাকা পাবেন। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম বেসিক বেতন ১৭ হাজার টাকা মতো। সেই বেসিক পে-এর উপরে ১০ শতাংশ ডিএ ধার্য করা হবে।
আরও পড়ুন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চের দরজায় সুজয় কৃষ্ণ ভদ্র
চাকরি জীবনের বয়স অনুযায়ীও গ্রুপ ডি কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা হয়। সেক্ষেত্রেও ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে৷ অতিরিক্ত ৭০০-১৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন তাঁরা। লোয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন হয়ে থাকে ২৩ হাজার টাকার মতো।
নতুন বছরে মাসের শেষে তাঁদের অ্যাকাউন্টে ৯২০ টাকা মতো অতিরিক্ত ঢুকতে চলেছে। যাঁদের বেতন ২৯-৩২ হাজার টাকা, তাঁরা মাসে ১২৮০ টাকা অতিরিক্ত পেতে পারেন। বিডিও-দের মাসিক বেসিক বেতন ৫৬ হাজার কাছাকাছি৷ তাঁরা মাস গেলে ন্যূনতম ২২৪৪ টাকা বেশি পাবেন৷ বিসিএস আধিকারিক যাঁদের বেসিক পে ২ লক্ষ টাকার মতো, তাঁরা অতিরিক্ত প্রায় ৮ হাজার টাকা পাবেন।