TRENDING:

DA Hike: DA বৃদ্ধি নিয়ে নোটিশ জারি! রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১০ শতাংশ বেতনবৃদ্ধির টাকা

Last Updated:

DA Hike: সব মিলিয়ে প্রথম জানুয়ারি থেকে মোট ১০ শতাংশ বেতন বৃদ্ধির টাকা পাবে রাজ্য সরকারি কর্মচারীদের। নির্দেশিকা জারি করল অর্থ দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার নির্দেশিকা জারি করল অর্থ দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করেছিলেন ৪ শতাংশ ডি এ বাড়ানো হবে। সেই মোতাবেক রাজ্যের অর্থ ডাক্তার নির্দেশিকা জারি করে জানালো ১লা জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা এই নতুন হারে বেতন পাবেন। একইভাবে যারা পেনশন প্রাপক তাদেরও বাড়লও পেনশনের টাকা। সব মিলিয়ে প্রথম জানুয়ারি থেকে মোট ১০ শতাংশ বেতন বৃদ্ধির টাকা পাবে রাজ্য সরকারি কর্মচারীদের। নির্দেশিকা জারি করল অর্থ দফতর।
রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১০ শতাংশ বেতনবৃদ্ধির টাকা
রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১০ শতাংশ বেতনবৃদ্ধির টাকা
advertisement

ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বলেছিলেন, ‘বাংলায় পে কমিশন আছে। তাই এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা। রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যে ডিএ বাধ্যতামূলক না। এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে ১০ শতাংশ ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল ১২৫ শতাংশ। এখন সেটা হল ১৩৫ শতাংশ।’

advertisement

সরকারি কর্মচারীর বেসিক পে-এর উপরে নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি ডিএ বাবদ কত টাকা পাবেন। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম বেসিক বেতন ১৭ হাজার টাকা মতো। সেই বেসিক পে-এর উপরে ১০ শতাংশ ডিএ ধার্য করা হবে।

আরও পড়ুন, ‘১২ ঘণ্টা কাটতে না কাটতেই…!’ মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিসে ভাঙচুর! বিধায়ক ‘নাম’ করে আঙুল তুললেন কাদের দিকে?

advertisement

আরও পড়ুন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চের দরজায় সুজয় কৃষ্ণ ভদ্র

চাকরি জীবনের বয়স অনুযায়ীও গ্রুপ ডি কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা হয়। সেক্ষেত্রেও ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে৷ অতিরিক্ত ৭০০-১৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন তাঁরা। লোয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন হয়ে থাকে ২৩ হাজার টাকার মতো।

advertisement

নতুন বছরে মাসের শেষে তাঁদের অ্যাকাউন্টে ৯২০ টাকা মতো অতিরিক্ত ঢুকতে চলেছে। যাঁদের বেতন ২৯-৩২ হাজার টাকা, তাঁরা মাসে ১২৮০ টাকা অতিরিক্ত পেতে পারেন। বিডিও-দের মাসিক বেসিক বেতন ৫৬ হাজার কাছাকাছি৷ তাঁরা মাস গেলে ন্যূনতম ২২৪৪ টাকা বেশি পাবেন৷ বিসিএস আধিকারিক যাঁদের বেসিক পে ২ লক্ষ টাকার মতো, তাঁরা অতিরিক্ত প্রায় ৮ হাজার টাকা পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DA Hike: DA বৃদ্ধি নিয়ে নোটিশ জারি! রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১০ শতাংশ বেতনবৃদ্ধির টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল