'১২ ঘণ্টা কাটতে না কাটতেই...!' মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিসে ভাঙচুর! বিধায়ক 'নাম' করে আঙুল তুললেন কাদের দিকে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Manoranjan Bapari: বলাগরের বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর। গতকাল রাতেই দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতেও দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ।
কলকাতা: বলাগরের বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর। কে বা কারা ভেঙেছে সেই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি এখনও পর্যন্ত। গতকাল রাতেই দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতেও দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁর স্বামী সুরজিৎ মুখোপাধ্যায়কে মারধোর করা হয় বলে অভিযোগ।
বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই তৃণমূলের ওই নেতাদের উপর দলের একাংশই হামলা করেছে বলে অভিযোগ। গত দুদিন ধরে বলাগরের বিধায়ক সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট ঘিরে দলের অন্দরে বিক্ষোভ দানা বাধছিল। বিধায়ক এদিন বলেন, “বলেছিলাম আমার উপর হামলা হতে পারে। আমার কথার বারো ঘণ্টা কাটতে না কাটতেই রাতের আঁধারে জিরাটের আমার বিধায়ক কার্যালয়ের উপরে হামলা হয়েছে। অফিসের লোকদের মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। দরজা জানালা ভাঙ্গা হয়েছে। আমি তখন কলকাতায়। আমাকে সামনে পেলে হয়ত খুন করে দিত।”
advertisement
advertisement
বিধায়ক তাঁর অভিযোগে আরও যোগ করে বলেন, “প্রিয় বলাগড়ের আপামর জনসাধারণ, এই যখন অবস্থা তখন আমি আমার বিধায়ক কার্যালয়ে কী ভাবে যাব আপনারাই বলুন? কী করে বলাগড়ের জনগণকে পরিষেবা দেব? অবশেষে আমার আশঙ্কা সত্যি হল। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালাল আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হল দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি – দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত?”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 1:14 PM IST