আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে তেলের লেটেস্ট রেট
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ-
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশ অনুযায়ী, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক (Laxmi Coop Bank Solapur) রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া না তো কোনও ঋণ দিতে পারবে আর না কোনও লোন মডিফাই করতে পারবেন ৷ ব্যাঙ্ক কোনও রকমের ইনভেস্ট করতে পারবে না আর না কোনও রকমের পেমেনট করবে বা পেমেন্টের অনুমতি দেবে ৷ আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে, সেভিংস বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের ১০০০ টাকার বেশি তোলার অনুমতি দেওয়া হবে না ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আরবিআই এর তরফে জারি নিষেধাজ্ঞাকে ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল হিসেবে মানা উচিৎ না ৷ ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির যতদিন উন্নতি না হয় ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে ৷
আরও পড়ুন: UCIL Recruitment 2021: ৪৬০২০ টাকা বেতনে ফোরম্যান পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
লোনের কিস্তি নিয়ে কী জানাল আরবিআই?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লোনের কিস্তি কাটা হয় তাদের শর্ত অনুযায়ী সেটেলমেন্ট করার অনুমতি দেওয়া হবে ৷