৩.১৫ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে এপিএম রেট
আইসিআইসিআই সিকিউরিটিজের তরফে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এপিএম বা Administered Rate বেড়ে ৩.১৫ ডলার প্রতি ইউনিট (MMTTU) হয়ে যাবে, যা বর্তমানে ১.৭৯ ডলার প্রতি ইউনিট রয়েছে ৷
advertisement
রিপোর্টে বলা হয়েছে, এপিএম গ্যাসের দাম বাড়তে থাকায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) সংস্থাগুলির জন্য চ্যালেঞ্জ বাড়বে ৷ অর্থাৎ পিএনজি এবং সিএনজি-র দাম বাড়বে ৷ এপিএম গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় দিল্লি ও আশপাশের এলাকায় সিএনজি বিতরণ করতে থাকা সংস্থা ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেডকে (IGL) আগামী এক বছরে বিপুল দাম বাড়াতে হতে পারে ৷ একই ভাবে মুম্বইয়ের এমজীএল-কেও একই পদক্ষেপ নিতে হতে পারে ৷ সিটি গ্যাস বিতরণ সংস্থাগুলিকে ১০-১১ শতাংশ দাম বৃদ্ধি করতে হতে পারে।
অক্টোবরে দাম বাড়তে পারে ১১-১২ শতাংশ
আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি অনুযায়ী, এপ্রিল ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২২ এ মধ্যে এপিএম গ্যাসের দাম বেড়ে ৫.৯৩ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে ৷ অক্টোবর ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত দাম বেড়ে ৭.৬৫ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে ৷ অর্থাৎ ২০২২-এ সিএনজি ও পিএনজি-র দাম ২২-২৩ শতাংশ বাড়তে চলেছে ৷ অক্টোবর ২০২২-এ দাম ১১ থেকে ১২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, এপিএম গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় অক্টোবর ২০২১ থেকে ২০২২ পর্যন্ত এমজিএল ও আইজিএল এর দাম ৪৯ থেকে ৫৩ শতাংশ বাড়তে পারে ৷